, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ , ১৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ


২ থেকে এক লাফে ৫ শতাংশ সুদ চায় বিশ্বব্যাংক

  • আপলোড সময় : ০১-১০-২০২৩ ০৮:৪৩:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৩ ০৮:৪৩:৩৫ অপরাহ্ন
২ থেকে এক লাফে ৫ শতাংশ সুদ চায় বিশ্বব্যাংক
এবার বাংলাদেশকে ৫ শতাংশ সুদে ঋণ নেওয়ার প্রস্তাব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়েক সেক। যদিও আগে বাংলাদেশকে ২ শতাংশ সুদেই ঋণ দিয়েছে সংস্থাটি। আজ রবিবার ১ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কার্যালয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আবদৌলায়েক সেক। এ সময় বাংলাদেশকে ৫ শতাংশ সুদে ঋণ নেওয়ার এ প্রস্তাব দেন তিনি।
 
এদিকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) হলো কম সুদে নমনীয় ঋণ প্রদান বিষয়ক বিশ্বব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান, যার সবচেয়ে বড় গ্রাহক বাংলাদেশ। আইডিএ ঋণের সার্ভিস চার্জ শূন্য দশমিক ৭৫ শতাংশ এবং সুদহার ১ দশমিক ২৫ শতাংশ। দুটি মিলিয়ে ২ শতাংশ হয়।

উত্তোলিত অর্থায়ন স্থিতির ওপর বছরে শূন্য দশমিক ৫০ শতাংশ কমিটমেন্ট ফি দিতে হবে। ঋণের গ্রেস পিরিয়ড বা কিস্তি অব্যাহতি ৫ বছর। আর পরিশোধ করতে হবে ৩০ বছরে। অথচ বিশ্বব্যাংকের সুদ হার ২ থেকে এক লাফে ৫ শতাংশ হারে বৃদ্ধির প্রস্তাব করেছে বিশ্বব্যাংক।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, বিশ্বব্যাংক ঋণের সুদ হার বাড়বে। সারা পৃথিবীতেই সুদের হার বাড়ছে। বিশ্বব্যাংক আমাদের এখনও স্বল্প সুদে ঋণ দিচ্ছে। নন কনসেশনাল থেকে বাংলাদেশকে ঋণ নেওয়ার প্রস্তাব দিয়েছে। তারা ঋণে ৫ শতাংশ সুদ চায়। এটা অনেক বেশি। আমরা সাধারণত ২ শতাংশ হারে ঋণ পাই।
সর্বশেষ সংবাদ
সুপ্রিম পার্টির হয়ে সংসদ নির্বাচন করবেন হিরো আলম, প্রতীক ‘একতারা’

সুপ্রিম পার্টির হয়ে সংসদ নির্বাচন করবেন হিরো আলম, প্রতীক ‘একতারা’