, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫ , ৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ


গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু, অভিনেতা গ্রেপ্তার

  • আপলোড সময় : ০১-১০-২০২৩ ০৬:১৩:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৩ ০৬:১৩:১৮ অপরাহ্ন
গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু, অভিনেতা গ্রেপ্তার ছবি: সংগৃহীত
দক্ষিণী অভিনেতা নাগাভূষণের গাড়িচাপায় মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে ঘটেছে ঘটনাটি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, বেঙ্গালুরুতে বসন্তপুরের রাস্তা ধরে উত্তরহল্লি থেকে কোনানাকুন্তের দিকে যাচ্ছিলেন কন্নড় তারকা নাগাভূষণ। দ্রুতগতিতে গাড়ি চালানোর জেরে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। রাস্তা থেকে ফুটপাথে উঠে যায় গাড়ি। সেসময় ফুটপাথ দিয়ে হাঁটছিলেন এক বয়স্ক দম্পতি। তারকার গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ওই দম্পতি। নাগাভূষণ নিজেই তাদের হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ৪৮ বছরের ওই নারীর। এখনও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ৫৮ বছর বয়সি পুরুষ।

প্রসঙ্গত, মাথায়, পেটে ও পায়ে গুরুতর আঘাত পেয়েছেন তিনি। হাসপাতালে আপাতত চিকিৎসা চলছে তার। দুর্ঘটনার পর কন্নড় অভিনেতার বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। কুমারস্বামী থানায় দায়ের করা হয়েছে এফআইআর। গ্রেপ্তারও করা হয় নাগাভূষণকে। পরে জামিনে মুক্তি পান তিনি। সূত্র : হিন্দুস্তান টাইমস
সর্বশেষ সংবাদ
মসজিদুল হারামে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী কুবরা

মসজিদুল হারামে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী কুবরা