এবার পেশীর চোটের কারণে লিওনেল মেসিকে ছাড়া খেলতে নেমে আবারো পয়েন্ট হারিয়েছে ইন্টার মিয়ামি। এরমধ্যে ইউএস ওপেনের ফাইনাল হেরে নিজেদের ইতিহাসে দ্বিতীয় শিরোপা হাতছাড়া হয় মেসিবিহীন দলটির।
এবার মেজর লিগ সকারে খেলতে নেমেও পয়েন্ট খোয়াল মিয়ামি। ডিআরভি পিএনকে স্টেডিয়ামে রোববার সকালে নিউইয়র্ক সিটির বিপক্ষে টাটা মার্টিনোর শিষ্যরা ১-১ গোলে ড্র করেছে।
এদিকে আর্জেন্টাইন অধিনায়ককে ছাড়া খেলতে নেমে ৭৭ মিনিটে পিছিয়ে পড়লেও শেষ বাঁশির বাজার আগে দলের মান রক্ষা করেন টমাস আভিলেস। যোগ করা সময়ের ৫ মিনিটে সমতা ফেরে মেসির দল। বেশ কিছুদিন ধরেই আলোচনায় লিওনেল মেসির চোট।
এ কারণে দলটির হয়ে ৩৬ বর্ষী মহাতারকার মাঠে ফেরাও দীর্ঘায়িত হলো। ম্যাচ চলাকালীন এলএম টেনের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করলেও চোট পুরোপুরি কাটিয়ে না উঠায় কোনো ঝুঁকি নেননি কোচ। কিংবদন্তিকে স্কোয়াডের বাইরে রেখেই দল সাজান ৬০ বর্ষী টাটা মার্টিনো।
বিশ্বজয়ী ফুটবলারকে গ্যালারিতে বসেই খেলা দেখতে হয়েছে। ইন্টার মিয়ামি এ ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেও দলটির প্লে-অফ খেলার পথ কঠিনই রইল। ক্লাবটি ৩০ ম্যাচে ৯ জয়, ৬ ড্র এবং ১৫ হারে ৩৩ পয়েন্ট নিয়ে তালিকার ১৩ নম্বরে আছে।