এবার বিয়েতে কনে পক্ষের কাছ থেকে যৌতুক হিসেবে বাইক দাবি করে বসেন বর। এ নিয়ে বিয়ের অনুষ্ঠানে বিপত্তি দেখা দিলে সম্মান বাঁচাতে নিজের ছেলেকে জুতাপেটা করেছেন বাবা। ভারতে বিয়ের অনুষ্ঠানে সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে। এ ঘটনার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে। যা দেখে অনেকে ছেলের বাবার ব্যাপক প্রশংসা করেছেন।
অনেকে বলেছেন, পণের অভিশাপ কাটাতে প্রতি বাড়িতে এমনই বাবা দরকার। আবার কারও মতে, এতটা বাড়াবাড়ি করা ঠিক হয়নি। ভিডিওতে দেখা যাচ্ছে বিয়ের আনন্দমুখর পরিবেশ। সেজেগুজে নববধূর সঙ্গে হাসিমুখে দাঁড়িয়ে বর। আচমকাই এক বয়স্ক ব্যক্তি নিজের পায়ের জুতা হাতে নিয়ে বরের কলার চেপে ধরেন। উত্তেজিত ভঙ্গিতে কথা বলতে থাকেন। কথা বলতে বলতেই জুতার ঘা পড়ে বরের শরীরে।
জানা গেছে, বর নিজের বিয়েতে যৌতুক হিসেবে একটি বাইক চেয়েছিলেন মেয়ের বাড়ির কাছে। সেই কথা পৌঁছায় বরের বাবার কানে। তার পরেই রুদ্রমূর্তি ধারণ করেন তিনি। ছেলের বিয়েতে পায়ের জুতো খুলে ছেলেকে পিটিয়েছেন তিনি।
এছাড়া ভিডিওতে বাবাকে বলতে শোনা যায়, ‘‘আমি জমি বিক্রি করে তোমাকে বাইক কিনে দেব। তুমি আমার বৌমাকে নিয়ে বাড়ি চলো আগে।’’ পরে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘‘বৌমার উপর অত্যাচার করলে তুমি দেখে নিয়ো আমার চেয়ে খারাপ কেউ হবে না। খুব সাবধান। বৌমাকে সুখে রাখতে হবে।’’ সূত্র: আনন্দবাজার