, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আজ সন্ধ্যায় আবারো ভিডিও বার্তা নিয়ে আসছেন মাশরাফি

  • আপলোড সময় : ০১-১০-২০২৩ ০৩:০১:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৩ ০৩:০১:৪৭ অপরাহ্ন
আজ সন্ধ্যায় আবারো ভিডিও বার্তা নিয়ে আসছেন মাশরাফি
 আসন্ন বিশ্বকাপ নিয়ে টাইগার ক্রিকেটের উত্তাপ ছড়িয়ে পড়েছে চারিদিকে। তামিম ইকবালকে ছাড়াই এবারের ওয়ানডে বিশ্বকাপ খেলতে গিয়েছে বাংলাদেশ। দেশসেরা এই ওপেনারকে বাদ দেয়ার পর থেকেই টাইগার অধিনায়ক সাকিব আল হাসান থেকে তামিম তাদের অবস্থান জানিয়েছেন বিভিন্নভাবে। কেউ ভিডিও বার্তায় আবার কেউ টেলিভিশন সাক্ষাৎকারে। এ তালিকা থেকে বাদ যাননি সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও।

এদিকে তামিমের ভিডিও বার্তা এবং সাকিবের সাক্ষাৎকারের পর বিশ্বকাপ দল থেকে দেশসেরা ওপেনারের বাদ পড়া ইস্যুতে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন মাশরাফিও। নিজের ফেসবুক পেইজ থেকে দেয়া সেই ভিডিওতে নিজের মতামত জানিয়েছিলেন টাইগার ক্রিকেট ইতিহাসের সফলতম এই অধিনায়ক।

সেই ভিডিওতে নড়াইল এক্সপ্রেস বলেছিলেন, ‘প্রথম হচ্ছে তামিম হয়তো কিছুটা উত্তেজিত হয়ে বলেছে। কিন্তু তার ভিত্তিতে তাকে দলে না রাখা আসলে কেমন হলো একটা জিনিস। আর দ্বিতীয়টি হচ্ছে তামিমকে এই বিষয়টা কিন্তু যে তুমি প্রথম ম্যাচ খেলো না বা খেললেও নিচে ব্যাটিং করো। আমার যদি ক্রিকেট জ্ঞান বিন্দুমাত্র থাকে, এই জিনিসটা ক্রিকেট বোর্ডের কেউ বলার বিষয় না। এটা বলবে একমাত্র কোচ বা অধিনায়ক বা নির্বাচকরা যিনি যাবেন দলের সঙ্গে। মূল কথা হচ্ছে টিম ম্যানেজম্যান্ট বলবে।’

এছাড়া মিডল অর্ডারে খেলার বোর্ডের দেয়া প্রস্তাবের প্রেক্ষিতে তামিমের উত্তেজিত হয়ে বিশ্বকাপ দলে না থাকতে চাওয়ার সিদ্ধান্তও ঠিক হয়নি বলেও জানিয়েছিলেন মাশরাফি। একই সঙ্গে আরও কিছু বিষয়ে নিজের মতামত জানিয়েছিলেন তিনি।

এরপর আজ সন্ধ্যায় আরও একটি ভিডিও বার্তা নিয়ে আসছেন মাশরাফি। আজ নিজের ফেইসবুক পেইজে ১৫ সেকেন্ডের একটি প্রোমো ভিডিও পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এগিয়ে চলো টাইগাররা, বিশ্বকে দেখিয়ে দাও তোমাদের সক্ষমতা।’ তিনি আরও জানিয়েছেন, মূল ভিডিওটি আসবে আজ সন্ধ্যা ছয়টায়।  
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস