, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী

  • আপলোড সময় : ১১-০৫-২০২৩ ০৭:৩৪:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৩ ০৭:৩৪:১৫ অপরাহ্ন
ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী
এবার ইন্ডিয়ান ওশান সম্মেলনে অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর। আজ বৃহস্পতিবার (১১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। তাকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

আগামী ১২ থেকে ১৩ মে ঢাকায় ষষ্ঠ আন্তর্জাতিক ইন্ডিয়ান ওশান কনফারেন্স শুরু হতে যাচ্ছে। ২৫টি দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিসহ প্রায় ১৫০ প্রতিনিধি এই অনুষ্ঠানে অংশ নেবেন।

কোভিড-পরবর্তী অবস্থা এবং চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এবারের কনফারেন্সের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘পিস, প্রসপ্যারেটি অ্যান্ড পার্টনারশিপ ফর আ রেসিলিয়েন্ট ফিউচার’।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করবেন।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস