গত বৃহস্পতিবার দেশের শোবিজ তারকাদের নিয়ে প্রথমবারের মতো শুরু হয় ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’। শুক্রবার রাতে গ্রুপ পর্বের ম্যাচে নির্মাতা মোস্তফা কামাল রাজ ও দীপংকর দীপনের দলের খেলা চলাকালীন সেলিব্রেটি ক্রিকেট লীগে মারামারির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ছয়জন।
খেলা চলাকালীনমাঠে থাকা দুই দলের খেলোয়াড়দের মধ্যে এ সংঘর্ষ হয়। এদিকে সিসিএলের এই মারামারিতে আলাদা করে উঠে এসেছে অভিনেতা শরিফুল রাজের নাম। জানা গেছে, মারামারিতে প্রত্যক্ষভাবে অংশ নেওয়ার পাশাপাশি এক অভিনেত্রীর ক্যারিয়ার ধ্বংস করার হুমকি দিয়েছেন তিনি। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন রাজের প্রাক্তন স্ত্রী অভিনেত্রী পরীমণি।
নিজের ফেসবুকে পরী লিখেছেন, ‘এই এগ্রেসিভ (প্রকাশ যোগ্য না) চেহারা দেখতে হবে বলেই যাই নাই সিসিএলে! আল্লাহ বাঁচাইছে।’
নিজের পোস্টে কারও নাম উল্লেখ না করলেও এটা স্পষ্ট যে, রাজকে নিয়েই কথাগুলো লিখেছেন পরীমণি। নির্মাতা চয়নিকা চৌধুরীর দলের খেলোয়াড় তিনি। কিন্তু খেলায় অংশগ্রহণ করতে দেখা যায়নি তাকে। এবার বোঝা গেল, রাজের জন্যই তিনি যাননি সিসিএলে।
মোস্তফা কামাল রাজ ও দীপংকর দীপনের দলের মধ্যে খেলা চলাকালীন মাঠে চরম উত্তেজনা বিরাজ করে। মাঠের বাইরে থাকা দুইদলের সতীর্থদের মধ্যেও ছড়িয়ে পড়ে এই উত্তাপ। এরপরই দুই পক্ষের মাঝে শুরু হয় হাতাহাতি। রাত সাড়ে ১১টার দিকে গিয়ে দ্বিতীয় দফায় শুরু হয় মারামারি। এতে আহত হন ছয়জন। আহতরা হলেন—শিশির সরদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ। তাদের রাজধানীর জাতীয় অর্থোপেডিক্স হসপিটালে ভর্তি করানো হয়েছে।