এবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরানকে খানকে গ্রেপ্তার বেআইনি বলে জানিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। আল কাদির ট্রাস্ট মামলায় তাকে দ্রুত ছেড়ে দেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে। খবর জিও নিউজের
এর আগে সুপ্রিম কোর্ট ইমরান খানকে এক ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার নির্দেশ দেন। পরে ইমরান খানকে ব্যাপক নিরাপত্তার মধ্যে দিয়ে আদালতে হাজির করা হয়।
এদিকে ইমরান খানকে আদালত প্রাঙ্গন থেকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে তাতে পাকিস্তানের বিচাবিভাগের সম্মানহানি ঘটেছে। এমন মন্তব্য করেছেন দেশটির প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল। তার এমন মন্তব্যের পরই ইমরান খানকে এক ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার নির্দেশনা দেওয়া হয়।