, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বিশ্বকাপে টাইগারদের কাছে একটাই চাওয়া প্রধানমন্ত্রীর

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৩ ০২:২৪:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৩ ০২:২৪:৩৬ অপরাহ্ন
বিশ্বকাপে টাইগারদের কাছে একটাই চাওয়া প্রধানমন্ত্রীর
আগামী মাসে ভারতের মাটিতে বিশ্বক্রিকেটের মর্যাদাপূর্ণ ‍টুর্নামেন্ট বিশ্বকাপের ১৩তম আসর শুরু হবে। সেখানে সর্বোচ্চ সাফল্য পেতে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে টিম টাইগার্স। ইতোমধ্যে ভারতের মাটিতে তাদের শুরু প্রস্তুতিটা ভালোই হয়েছে। প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা। এভাবে বিশ্বকাপের মূলপর্বেও ভালো ফল বয়ে আনুক- এমনটাই প্রত্যাশা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। 
 
এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ‘ভয়েস অব আমেরিকা’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সব সময় আশা করি যে বিশ্বকাপে আমরা ভালো খেলা দেখাতে পারব।’
 
ক্রিকেটারদের কাছে প্রধানমন্ত্রীর চাওয়া, ‘আমি তাদের বলব যে বাংলাদেশের সম্মানটা যেন বজায় থাকে। তারা সেভাবে সবটুকু ঢেলে দেবে এবং আন্তরিকতার সঙ্গে খেলবে- সেটাই আমি চাই। আমার সঙ্গে সব সময় তাদের যোগাযোগ থাকে।

আসার আগেও ওদের সাথে কথা বললাম, প্লেয়ারদের সাথে…যারা অরগানাইজার তাদের সাথেও কথা বলি। আমি সব সময় খেয়াল রাখি, খেলাধুলায় যাতে সবসময় আমাদের ছেলে-মেয়েরা ভালো করে, সেদিকে আমার দৃষ্টি থাকে।’
 
বিশ্বকাপে বাংলাদেশের ভালো ফলের প্রতি আশাবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ‘বিশ্বকাপে আমরা যে সুযোগ পেয়েছি, এটা সবচাইতে ভালো দিক। ভালোভাবে খেলতে পারলে, ভালো রেজাল্ট করতেও পারবে। আমি আশাবাদি সব সময়।’
সর্বশেষ সংবাদ
বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর