, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


বিশ্বকাপের তালিকায় শীর্ষে সাকিব, দুইয়ে কোহলি

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৩ ০১:০৫:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৩ ০১:০৫:০৫ অপরাহ্ন
বিশ্বকাপের তালিকায় শীর্ষে সাকিব, দুইয়ে কোহলি
আগামী মাসেই শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপের মূল পর্ব। ২০১৯ বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে থাকা সাকিবের সামনে এবারও রয়েছে একাধিক রেকর্ড নিজের করে নেয়ার। তবে বিশ্বকাপ শুরুর আগে অন্য একটি তালিকায় শীর্ষে রয়েছেন সাকিব, যেখানে টাইগার অলরাউন্ডারের পেছনে রয়েছেন ভারতের বিরাট কোহলি। 
 
এদিকে জাতীয় দলের হয়ে এখনো খেলে চলা ক্রিকেটারদের মধ্যে ওয়ানডে বিশ্বকাপে সাকিবের রানসংখ্যাই সবচেয়ে বেশি। চার বিশ্বকাপে খেলা সাকিব ব্যাট হাতে রান করেছেন ১১৪৬। জাতীয় দলের হয়ে এখনো খেলে চলা ক্রিকেটারদের মধ্যে বিশ্বকাপে বাংলাদেশ অধিনায়কের চেয়ে বেশি রান কারো নেই। 
 
বিশ্বকাপে রানসংখ্যায় সাকিবের পরই দুইয়ে রয়েছেন ভারতের বিরাট কোহলি। তিনটি বিশ্বকাপ খেলা কোহলি ২৬ ম্যাচে করেছেন ১০৩০ রান। তালিকার তিনে রয়েছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। ১৮ ম্যাচে ৯৯২ রান করেছেন তিনি। 

এদিকে তালিকার চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছেন রোহিত শর্মা (৯৭৮ রান), কেইন উইলিয়ামসন (৯১১ রান), মুশফিকুর রহিম (৮৭৭ রান)। জাতীয় দলের হয়ে এখনো খেলে চলা ক্রিকেটারদের মধ্যে শুধু সাকিব ও কোহলিই ন্যূনতম ১০০০ রান করেছেন বিশ্বকাপে। 
সর্বশেষ সংবাদ
হামাসকে ইসরাইলের ‘উদার’ প্রস্তাব মেনে নিতে বললেন ব্লিঙ্কেন

হামাসকে ইসরাইলের ‘উদার’ প্রস্তাব মেনে নিতে বললেন ব্লিঙ্কেন