, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বিশ্বকাপের সেমিফাইনালে চোখ নেদারল্যান্ডসের

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৩ ১১:০৭:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৩ ১১:০৭:৩১ পূর্বাহ্ন
বিশ্বকাপের সেমিফাইনালে চোখ নেদারল্যান্ডসের
এবার ভারত বিশ্বকাপের মধ্য দিয়ে ৫ম বারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাচ্ছে নেদারল্যান্ডস।এর আগে ৪ বার বিশ্বকাপে অংশ নিয়ে ২০ ম্যাচের ১৮টিতেই হেরেছে দলটি। বিপরীতে জয় পেয়েছে মাত্র ২টিতে।  পরিসংখ্যানের বিচারে বিশ্বকাপে বড় কোনো সফলতা নেই ডাচদের। তবে জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাইপর্ব থেকে নিজেদের খোলস পাল্টাতে শুরু করে তারা। শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বড় বার্তা দেয় সেখান থেকে। এবার মূল আসরেও চমক দেখাতে চায় দলটি।

এদিকে নেদারল্যান্ডসের র‍্যাঙ্কিংয়ে অবস্থান ১৪ নম্বরে। নিচের সারির দল হলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সম্মানজনক হার নয়, টুর্নামেন্টের শেষ চারে খেলতে চায় ডাচরা। বিশ্ব আসরে নামমাত্র অংশগ্রহণের সময় শেষ বলছেন ডাচ দলের দক্ষিণ আফ্রিকার কোচ রায়ান কুক। তাঁর মতে, সেমিফাইনালে খেলার লক্ষ্যে প্রতিটি ম্যাচে লড়বে নেদারল্যান্ডস। 

এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে রায়ান কুক বলেন ‘আমরা বড় আশা নিয়ে বিশ্বকাপ খেলতে যাচ্ছি। আমরা কয়েকটা বড় ধরনের পারফরম্যান্স দেখাতে চাই, যেগুলো আমাদের জয় নিয়ে আসবে। সেমিফাইনালে যেতে যে ৫ থেকে ৬টা জয় লাগে, সেটা পেতে আমরা সর্বোচ্চটা দিয়েই খেলব।’

তিনি বলেন, ‘বিশ্বকাপে অংশ নেওয়া এবং খেলা উপভোগ করার মধ্যে সীমাবদ্ধ থাকার কোনো মানে হয় না। আমরা চেষ্টা করব প্রতিটি ম্যাচই যেন জিততে পারি। আশা করি, আমরা সেটা পারব। অবশ্যই আমাদের পথচলা খুবই কঠিন হতে পারে। কারণ, বিশ্বের সেরা কয়েকটি দলই এখানে খেলতে নামবে। তবে আমাদের দলটিও কিন্তু আমাদের ইতিহাসের অন্যতম সেরা।’

আগামী ৬ অক্টোবর, হায়দরাবাদে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে নেদারল্যান্ডস। তার আগে ৩০ সেপ্টেম্বর, অস্ট্রেলিয়া ও ৩ অক্টোবর ভারতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে স্কট এডওয়ার্ডসের দল। প্রস্তুতিতে এগিয়ে থাকতে সবার আগেই ভারতে পা রাখে তারা।

নেদারল্যান্ডসের বিশ্বকাপের দল: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), ম্যাক্স ও'ডাউড, বাস ডি লিড, বিক্রম সিং, তেজা নিদামানুর, পল ভ্যান মিকেরেন, কলিন অ্যাকারম্যান, রোয়েলফ ভ্যান ডার মেরওয়ে, লোগান ভ্যান বেক, আরিয়ান দত্ত, রায়ান ক্লেইন, ওয়েসলি বারেসি, সাকিব জুলফিকার, শরিজ আহমেদ, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট।
এখনই নিষিদ্ধ নয়, তবে রাজনীতি করার অধিকার হারিয়েছে আ.লীগ: নাহিদ

এখনই নিষিদ্ধ নয়, তবে রাজনীতি করার অধিকার হারিয়েছে আ.লীগ: নাহিদ