জনপ্রিয় ক্রিকেট নিয়ে বাংলাদেশের মানুষের মাতামাতির শেষ নেই। রিয়াদ দলে আছেন কি না, তামিম দলে নেই কেন, মুশফিকের কিপিং ভালো না ব্যাটিং, মোস্তাফিজকে মূল একাদশে নেওয়া উচিত কি না, তামিমের জায়গায় ওপেন কে করবেন - এমন প্রত্যেকটা প্রশ্নে এখন সরগরম আলোচনার প্রতিটা টেবিল, চায়ের প্রত্যেকটা আড্ডা। এ দেশের মানুষ ক্রিকেট নিয়ে যে পরিমাণ সময় ও মনোযোগ ব্যয় করে, অন্য কোনো জিনিসে হয়তো অতটা করে না।
এ দেশের মানুষের এমন ক্রিকেটপ্রীতির মূল কারণ কী? কাটাছেঁড়া করার চেষ্টা করেছেন ওয়ানডে ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান, 'দেখুন আসলে আমাদের তো ফোকাস করার মতো অন্যান্য বিষয়ও কম। মানুষ এত বেশি ইনভলভড, আমার কাছে মনে হয় যে মানুষ যদি আরও গুরুত্বপূর্ণ আরও রিয়েল সাবজেক্ট নিয়ে এত বেশি ইনভলভড হতো বাংলাদেশ আমার মনে হয় আরও অনেক উপরে চলে যেত। এটা আমি মনেপ্রাণে বিশ্বাস করি।'
এদিকে সাকিবের মতে দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বাংলাদেশের মানুষ যদি একইভাবে মাথা ঘামাতেন, দেশ তরতরিয়ে এগিয়ে যেত, 'অবশ্যই ক্রিকেট ঠিক আছে, তাঁদের কাছে গুরুত্বপূর্ণ, তাঁদের জন্যই আমরা এত বেশি ফোকাসড থাকি সব সময়, তাই ক্রেডিট তাঁদের দিতেই হয়। কিন্তু একই সময়ে এটা হচ্ছে আমার ধারণা, যে আমরা ক্রিকেটের প্রতি যেমন ফোকাসড থাকি যেমন গুরুত্ব দিই, এমন ফোকাস যদি আরও 'রিয়েল' জিনিস নিয়ে দেখাতাম তাহলে বাংলাদেশ আরও উন্নতি করতে পারত।'