, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বিশ্বকাপে ধারাভাষ্য দেবেন আতহার আলীসহ যারা

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৩ ০৭:৫৪:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৩ ০৭:৫৪:০৭ অপরাহ্ন
বিশ্বকাপে ধারাভাষ্য দেবেন আতহার আলীসহ যারা
আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য অপেক্ষা আর মাত্র কয়েকদিনের। ৫ অক্টোবর থেকে শুরু হবে এই আসর। টুর্নামেন্টকে সামনে রেখে আজ শুক্রবার ২৯ সেপ্টেম্বর ধারাভাষ্যকারদের তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
 
এদিকে আইসিসির প্রকাশিত তালিকায় নাম আছে বাংলাদেশের আতহার আলী খানের। তালিকায় আরও রয়েছেন রিকি পন্টিং, নাসের হুসেইন, শেন ওয়াটসন ও ইয়ান বিশপদের মতো তারকারা। বিবৃতিতে আইসিসি জানিয়েছে, রিকি পন্টিং ও ইয়ন মরগ্যান আইসিসি টিভিতে ধারাভাষ্য দেবেন।

আইসিসি টিভির ধারাভাষ্যে থাকবে ম্যাচ পূর্ববর্তী, ইনিংস বিরতি ও ম্যাচ পরবর্তী আলোচনা। রিকি পন্টিং ও মরগ্যানদের পাশাপাশি থাকবেন শেন ওয়াটসন, লিসা স্থালেকার, রমিজ রাজা, রবি শাস্ত্রী, অ্যারন ফিঞ্চ, সুনিল গাভাস্কার ও ম্যাথু হেইডেনরা।
 
অন্যদিকে ধারাভাষ্য কক্ষে থাকবেন নাসের হুসেইন, ইয়ান স্মিথ, ইয়ান বিশপ। এই তিনজন গতবারের বিশ্বকাপ ফাইনালেও ধারাভাষ্য কক্ষে উপস্থিত ছিলেন। এছাড়াও ধারাভাষ্য কক্ষে দেখা যাবে ওয়াকার ইউনিস, শন পোলক, আঞ্জুম চোপড়া, মাইকেল আথারটনদের।

তাদের সঙ্গে যোগ দেবেন সিমন ডুল, এমপুমেলেলো বাঙ্গওয়া, সঞ্জয় মাঞ্জরেকার, ক্যাটি মার্টিন, দিনেশ কার্তিক, ডার্ক নেনেস, স্যামুয়েল বদ্রি ও রাসেল আরনল্ড। আইসিসি থেকে দায়িত্ব পাননি হার্শা ভোগলে, কাস নাইডো, মার্ক নিকোলস, নাটালিয়ে জারমানোস, মার্ক হওয়ার্ড ও ইয়ান ওয়ার্ড, তারা থাকবেন ব্রডকাস্ট চ্যানেলগুলোর সঙ্গে চুক্তি করার সুবাদে।
এখনই নিষিদ্ধ নয়, তবে রাজনীতি করার অধিকার হারিয়েছে আ.লীগ: নাহিদ

এখনই নিষিদ্ধ নয়, তবে রাজনীতি করার অধিকার হারিয়েছে আ.লীগ: নাহিদ