, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


তামিমের ১২ মিনিটের জবাবে পাপনের ১২ সেকেন্ড

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৩ ১২:১৩:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৩ ১২:১৩:১০ অপরাহ্ন
তামিমের ১২ মিনিটের জবাবে পাপনের ১২ সেকেন্ড
ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াডে নেই দেশসেরা ওপেনার তামিম ইকবাল। ফিটনেস ইস্যুতে বাদ দেওয়া হয়েছে এই ওপেনারকে। যদিও আগেই জানা গিয়েছিল, ‘আনফিট’ কিংবা ‘অর্ধেক ফিট’ কোনো ক্রিকেটারকে বৈশ্বিক আসরে নিয়ে যাওয়ার পক্ষে নন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তবে বুধবার (২৭ সেপ্টেম্বর) নিজের অফিশিয়াল ফেসবুক পেইজে এক ভিডিওবার্তা দিয়ে তামিম জানান, পরিকল্পনা করেই তাকে দল থেকে বাদ দেয়া হয়েছে।

ভিডিওবার্তায় তামিম জানান, বিশ্বকাপ দলে তিনি নিজেই থাকতে চাননি। তবে তার এমন সিদ্ধান্তের পেছনে অনেক কারণও ব্যাখ্যা করেছেন ড্যাশিং এ ওপেনার। তামিমের বক্তব্য অনুযায়ী, চাপ সৃষ্টি করে তাকে বাধ্য করা হয়েছে দল থেকে সরে যেতে। আর তার অভিযোগের তীর ছিল টিম ম্যানেজমেন্টের শীর্ষ এক কর্মকর্তার দিকে।

ধারণা করা হচ্ছে, বিসিবির এই কর্মকর্তা স্বয়ং প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। সে কারণে তার কাছেই জানতে চাওয়া হয় তামিমের এই ভিডিওবার্তার বিষয়ে। তবে বিসিবি সভাপতি আপাতত এ ব্যাপারে কিছুই বলতে চাননি। এক বাক্যের উত্তর দিয়েছেন, 'বলবো, বলবো...আজকে না।'

এদিকে ঘটনার শুরু দিন চারেক আগে। সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডে শেষে হালকা চোট অনুভব করেছিলেন তামিম। বিষয়টি টিম ম্যানেজমেন্টকে জানান তিনি। সেই ঘটনার প্রেক্ষিতে বোর্ডের সর্বোচ্চ পর্যায় থেকে একজন ফোন করে ভিন্ন এক প্রস্তাব দেন তামিমকে। বুধবার লাইভে এসে সেই বিষয়টি পরিষ্কার করেছেন তামিম। তিনি বলেন, 'বোর্ডের টপ লেভেল থেকে একজন ফোন করে আমাকে বললেন, 'তুমি বিশ্বকাপে যাবা, কিন্তু তোমাকে তো ম্যানেজ করে খেলাতে হবে। একটা কাজ করো, তুমি প্রথম ম্যাচ খেলিও না।' আমি বলেছি, এখনো ১২/১৩ দিন সময় আছে। এই সময়ের মধ্যে তো আমি ভালো অবস্থায় থাকব। তাহলে কী কারণে খেলব না? তখন তিনি বললেন, 'আচ্ছা, তুমি যদি খেলো তাহলে আমরা পরিকল্পনা করছি, তুমি নিচের দিকে খেলবা।'

'স্বাভাবিকভাবে বুঝতে হবে আমি কোন মানসিকতা থেকে এসেছি। আমাকে যদি হুট করে এ ধরনের কথা বলা হয়। আমার পক্ষে নেওয়া আসলে সম্ভব নয়। আমি ১৭ বছর ধরে এক পজিশনে ব্যাট করেছি। আমি জীবনে কোনোদিন তিন-চারে ব্যাটিং করিনি। আমি যদি তিন-চারে ব্যাট করতাম তাহলে মানিয়ে নেওয়ার মতো ছিল। আমার এরকম কোনো অভিজ্ঞতা নেই।'-যোগ করেন তামিম। টিম ম্যানেজমেন্টের এমন প্রস্তাব ভালোভাবে নেননি তামিম। তিনি বলেন, 'আমি এটা ভালোভাবে নিইনি। আমি উত্তেজিত হয়ে গিয়েছিলাম। আমি এটা পছন্দ করিনি। আমি মনে করেছি আমাকে জোর করে করে বাধা দেওয়া হয়েছে।'

এদিকে আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে গুয়াহাটিতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। 
 
সড়ক দুর্ঘটনায় মারা গেলেন নায়িকা পরীমণির প্রথম স্বামী

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন নায়িকা পরীমণির প্রথম স্বামী