, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


দুপুরে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৩ ১১:৪৫:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৩ ১১:৪৫:৫৪ পূর্বাহ্ন
দুপুরে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ ছবি: সংগৃহীত
বিশ্বকাপ শুরুর বাকি আর মাত্র ৬ দিন। এরই মধ্যে বিশ্বকাপ খেলতে ভারতে পৌঁছে গেছে টিম টাইগার্স। আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে গুয়াহাটিতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। 

এর আগে এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে ভারতকে হারিয়ে বড় লজ্জার হাত থেকে রক্ষা পায় বাংলাদেশ। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে হারে টাইগাররা। ২০১৩ সালের পর ব্ল্যাক ক্যাপসদের কাছে প্রথম সিরিজ হারে বাংলাদেশ। আরও খারাপ লক্ষণ হচ্ছে এ বছর নিজ মাঠে বাংলাদেশ তিনটি ওয়ানডে সিরিজ হেরেছে। এটা এ জন্যই বেশি হতাশার, কেননা ২০১৫-২০২২সালের মধ্যে নিজ মাটিতে যেখানে মাত্র একটি সিরিজ হেরেছিল টাইগারা। এই জটিল অবস্থার মধ্যেই বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে। ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় বেলা ২টা ৩০ মিনিটে। সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস ২, গাজী টিভি ও টি স্পোর্টসে।

যদিও প্রস্তুতি ম্যাচটি খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। তথাপি বাংলাদেশের বেলায় এটির ভিন্ন দিক রয়েছে। মূলত বিশ্বকাপের আগে আরেকটা পরাজয় টাইগারদের সহ্য করা কঠিন। আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করার আগে শুক্রবার শ্রীলংকা এবং ২ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচেই জয় পেতে চাইবে বাংলাদেশ।
১৮০০ বছর পর তুরস্কের প্রাচীন কেস্ট্রোস ফোয়ারা চালু

১৮০০ বছর পর তুরস্কের প্রাচীন কেস্ট্রোস ফোয়ারা চালু