, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


চকরিয়ায় মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৩ ০৬:১১:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৩ ০৬:১১:০৯ অপরাহ্ন
চকরিয়ায় মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১
মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলার বার আউলিয়া নগর এলাকায় মোটর সাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে ইনজমামুল আলম রাফি(২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়। বুধবার (২৭ ফেব্রুয়ারি)  সেপ্টেম্বর বিকাল ২ টা ৩০ মিনিটের সময় ফেনী থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী বাস স্টার লাইন পরিবহনের সাথে মোটরসাইকেলের  মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় ইনজমামুল আলম রাফি ও অভি নামে দুই জন মোটরসাইকেল আরোহী গুরতুর আহত হয়।স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইনজমামুল আলম রাফি নামে একজন মোটরসাইকেল আরোহীকে মৃত্যু ঘোষণা করে।অপর জনকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য চকরিয়া ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়।

হারবাং হাইওয়ে থানার উপসহকারী পুলিশ পরিদর্শক খোকন রুদ্র বলেন,মোটরসাইকেল আরোহী ইনজমামুল আলম রাফির লাশটি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেফাজতে রাখা হয়েছে । নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বাসটিকে আটক করা হয়েছে ও চালক ও হেলপার পালাতক রয়েছে। 

সড়ক দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহী ইনজমামুল আলম  রাফি চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ফরিদুল আলমের ছেলে।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস