, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


কামারখন্দে চুরি- ছিনতাই বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন সাধারণ মানুষ, জরুরী সভা উপজেলা প্রসাশনের

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৩ ০৬:০৮:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৩ ০৬:০৮:০৩ অপরাহ্ন
কামারখন্দে চুরি- ছিনতাই বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন সাধারণ মানুষ, জরুরী সভা উপজেলা প্রসাশনের
আমিরুল ইসলাম,সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় চুরি, ছিনতাই বেড়ে যাওয়ায় আতংকে, নি:স্ব হয়ে দিন কাটাচ্ছে ঐসকল পরিবারগুলো। চুরির ঘটনার সিসি টিভি ফুটেজ থাকার পরও চোর শনাক্ত করতে পারছে না পুলিশ। এতে সাধারণ মানুষের মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে। গত দুই মাসে বেশ কয়েকটি ব্যাটারি চালিত অটোভ্যান চুরি হয়েছে যাহার বর্তমান বাজার মূল্য পাঁচ লক্ষ টাকা এবং একাধিক ছিনতাই এর ঘটনা ঘটেছে।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ধোপাকান্দি, চরটেংরাইল, ঠাকুরঝীপাড়া, কাজিপুরা, চৌবাড়ী, কামারখন্দ, আন্ত:কুড়া গ্রামগুলো থেকে বিভিন্ন সময় চোরচক্র দিনে অথবা রাতে কৌশলে তাদের উপার্জনের একমাত্র অবলম্বন ব্যাটারি চালিত অটোভ্যানগুলো চুরি করে নিয়ে যায়। যেখানে ঐ ভিকটিম পরিবারগুলো নি:স্ব, নির্বিকার, চাপাঁকান্না করা ছাড়া আর কিছুই করার থাকে না। আবার অনেক পরিবার স্থানীয় এনজিও থেকে ঋণ নিয়ে কেনা অটোভ্যানগুলো চুরি যাওয়ায় ঋণের কিস্তি ও সংসার চালানো নিয়ে মানবেতর জীবন কাটছে তাদের জীবন। আবার নান্দিনা কামালিয়া, ময়নাকান্দি, জামতৈল বাজার, গভীররাতে রেলস্টেশনে দাঁড়ানো ট্রেনে চুরি, ছিনতাই ঘটনায় উপজেলাবাসীকে উদ্বিগ্ন করে তুলেছে।

ভুক্তভোগী চরটেংরাইল গ্রামের ফরিদুল বলেন, আমি দীর্ঘদিন ধরে ভ্যানগাড়ী চালাই।এরকম ঘটনা কখনো ঘটে নাই। প্রতিদিনের মতো সারাদিন গাড়ী চালিয়ে রাতে গোয়াল ঘরের একপাশে গাড়ীতে চার্জ দিয়ে রেখে দেই।গত রবিবার ভোরে ঘুম থেকে উঠে দেখি গাড়ি নেই। ঠাকুরঝী পাড়া গ্রামের ভ্যানচালক লেবু বলেন, গত এক-সপ্তাহ আগে আমার বাড়ি থেকে অটোভ্যানটি চরে নিয়ে যায়।

গত ৯ সেপ্টেম্বর কামারখন্দ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ব্যাটারি চালিত অটোভ্যান রেখে মসজিদে মাগরিবের নামাজ আদায় করছিলেন ভ্যানচালক গোলবাহার হোসেন। নামাজ শেষে এসে দেখেন তার একমাত্র উপার্জনের মাধ্যম সেই ভ্যানটি নেই। পরে তিনি হাউমাউ করে কাঁদতে শুরু করেন।

গত ১সেপ্টেম্বর উপজেলার জামতৈল পূর্ব বাজারে সরকার ফার্মেসির মালিক ফার্মেসীর স্যাটার নামিয়ে সামনে থাকা মসজিদে জুম্মার নামাজ আদায় করে এসে দেখে স্যাটার উঠানো ক্যাশ থেকে টাকা এবং স্মার্টফোন নিয়ে গেছে চোর। যার সিসি ক্যামেরায় ধারণ করা ফুটেজ থানায় নিয়ে যায় পুলিশ। তবে প্রায় এক মাসেও এঘটনায় জড়িত চোরকে আটক করতে পারেনি পুলিশ।

৩নং জামতৈল ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, গত ১মাস আগে বড়কুড়া গ্রামের মান্নানের অটোভ্যান থেকে পরপর দুই বার এবং ২সপ্তাহ আগে হাইরাজ হোসেনের ইজিবাইক থেকে ব্যাটারি চুরি করে নিয়ে যায় চোরচক্র।
৪নং রায়দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ বলেন, গত শনিবার দিবাগত রাতে আমার ইউনিয়ন পরিষদ সংলগ্ন কমিউনিটি ক্লিনিকে চুরি হয় সেখান থেকে প্রায় ৩০ হাজার টাকার মতো মালামাল চুরি হয়। এব্যাপারে থানায় মামলা হয়েছে।

গত বুধবার উপজেলার ময়নাকান্দি গ্রামে শিশুর হাত থেকে মোবাইল নিয়ে পালিয়ে যাওয়ার সময় গাছের সাথে ধাক্কা খেয়ে আটক হয় দুই জন। এই ঘটনায় থানায় চুরির মামলা দায়ের করা হয়। মাসখানেক আগে উপজেলার কোনাবাড়ী এলাকায় সন্ধ্যার পর এক সপ্তাহের ব্যবধানে দুই মোটরসাইকেল আরোহী ছিনতাই এর কবলে পরে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

এ বিষয়ে কামারখন্দ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহা: রেজাউল ইসলাম বলেন, গত দুই মাসে কামারখন্দ থানায় সাতটি চুরির মামলা হয়েছে এবং এই মামলায় এখন পর্যন্ত ২৭ জনকে আমরা গ্রেফতার করেছি। ব্যাটারি চালিত অটো ভ্যান চুরির ব্যাপারে এখন পর্যন্ত গত দুই মাসে কেউ কোন অভিযোগ করেনি অভিযোগ করলে অবশ্যই চোরকে আটক করতে সর্বাত্মক চেষ্টা করব। উপজেলার ময়নাকান্দি শিশুর হাত থেকে মোবাইল নিয়ে যাওয়ার ঘটনায় চুরির মামলায় আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন সুলতানা উপজেলার বিভিন্ন ইউনিয়নে চুরির ঘটনা নিয়ে ২৭সেপ্টেম্বর জনসাধারনের সচেতনতা বৃদ্ধিসহ চুরির প্রবণতারোধকল্পে একটি জরুরী সভার নোটিশ দিয়েছে।

সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল জানান, কামারখন্দে সাম্প্রতিক সময়ে চুরি-ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। তাছাড়া চুরি-ছিনতাই রোধে ব্যবস্থা নিতে কামারখন্দ থানার ওসিকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান