নরসিংদীর পলাশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় জিহাদ হাসান ৮ বছরের এক শিশুর মৃত্যূ হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যায় শিশু জিহাদ।
শিশু জিহাদ মৃত্যূর বিষয়টি নিশ্চিত করেছেন তার মামা সাইফুল ইসলাম।
নিহত জিহাদ পলাশ উপজেলা ডাংগা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ইসলামপাড়া গ্রামের হাজী মজিবুর মুন্সীর নাতি ও হালিমের ছেলে।
জিহাদের স্বজনরা জানায়, দুইদিন আগে জিহাদের জ্বর হলে পরিবারের সদস্যরা তাকে গাজীপুরের কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় প্রেরণ করে। পরে ঢাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর পরীক্ষায় তার ডেঙ্গু পজেটিভ আসে। আর জিহাদের রক্তের প্লাটিলেট কমতে থাকায় তাকে ডাক্তাররা নিবিড় পরিচর্চা কেন্দ্র (আইসিইউ)তে নিয়ে যাওয়ার কথা বলেন। কিন্তু কোন হাসপাতালের আইসিইউতে বেড খালি পাওয়া যায়নি।
অনেক খোঁজখবরের পর ধানমন্ডির একটি হাসপাতালে বেড পেলে তাকে সেখানে ভর্তি করা হয়। সোমবার তার রক্তে প্লাটিলেট কমতে থাকায় চিকিৎসক রক্ত দেয়ার কথা জানায়। কিন্তূ রক্ত সংগ্রহ করার মধ্যেই দুপুরে সে মৃত্যূর কোলে ঢলে পড়ে। পরে বাদ এশার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।