, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


ট্রেনে পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরের জনসভায় যাবেন প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৩ ১১:০৫:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৩ ১১:০৫:০৬ পূর্বাহ্ন
ট্রেনে পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরের জনসভায় যাবেন প্রধানমন্ত্রী ফাইল ছবি
আগামী ১০ অক্টোবর ঢাকা-ভাঙ্গা রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সেই ট্রেনে করেই তিনি পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরের ভাঙ্গা স্টেডিয়াম মাঠে জনসভায় যোগ দেবেন তিনি। সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর জনসভাস্থল ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সদরের ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়াম পরিদর্শন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। এ সময় ফরিদপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে নূরুল ইসলাম সুজন বলেন, ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত পদ্মা সেতু হয়ে ট্রেন চলাচল উদ্বোধন করবেন। এরপর ভাঙ্গা উপজেলার বামনকান্দা রেল জংশন এলাকায় প্রেস ব্রিফিং করবেন। পরে ভাঙ্গা ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়াম মাঠে জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে বিকেলে ট্রেন চলাচলের উদ্বোধন ও ভাঙ্গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত, আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী ঢাকা-ভাঙ্গা রেল চলাচলের উদ্বোধন করবেন। এরপর দ্রুততম সময়ের মধ্যে এই রেলপথ বাণিজ্যিকভাবে খুলে দেওয়া হবে।