, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


শার্শায় ক্লিনিক গুলোতে সেন্টারে অভিযান,জরিমানা আদায়

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৩ ০৪:৫৭:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৩ ০৪:৫৭:১২ অপরাহ্ন
শার্শায় ক্লিনিক গুলোতে সেন্টারে অভিযান,জরিমানা আদায়
জয়নাল আবেদীন,বেনাপোল: যশোরের শার্শার বাগআঁচড়ার অবস্থিত ক্লিনিকগুলোতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সোমবার(২৫ সেপ্টেম্বর ) সকালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিষ্টেট ফারজানা ইসলাম।

অভিযান পরিচালনার এসময় বাগআঁচড়ায় অবস্থিত জনসেবা ক্লিনিক,আল-মদিনা হাসপাতাল,বাগআঁচড়া নার্সিং হোম, জোহরা মেডিকেল সেন্টার ও রুবা ক্লিনিকে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের একটি টিম। এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে আল-মদিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার,বাগআঁচড়া নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২ হাজার, জনসেবা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার ও মেহেরুননেছা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী ম্যাজিষ্টেট ফারজানা ইসলাম জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার অংশ হিসেবে বাগআঁচড়ায় অবস্থিত ক্লিনিক গুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন(৪০) ধারা মোতাবেগ ৪ টি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সকল অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।  

এ আদালত পরিচালনায় সহযোগিতায় ছিলেন,শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার হাবিবুর রহমান,বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আবু সাঈদ সহ সংঙ্গীয় ফোর্স।