ইনজুরিতে এশিয়া কাপের মাঝপথ থেকেই ফিরতে হয়েছিল নাজমুল হোসেন শান্তকে। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের স্কোয়াডেও রাখা হয়নি তাকে। এদিকে শান্তকে আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের ওয়ানডে ম্যাচে দেখা যাবে নতুন আরেক ভূমিকায়।
কিউইদের বিপক্ষে শেষ ম্যাচে বাংলাদেশ দলকে প্রথমবারের মতো নেতৃত্ব দেবেন শান্ত। সাকিব আল হাসান বিশ্রামে থাকায় এই সিরিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচে অন্তর্বর্তীকালীন অধিনায়ক ছিলেন লিটন দাস। শেষ ম্যাচ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে লিটনকে। যার ফলে শান্তকেই এই ম্যাচের জন্য অধিনায়কত্ব দিয়েছে বিসিবি।
বাংলাদেশের তিন সংস্করণের অধিনায়ক থেকে অনেক কিছু শিখেছেন শান্ত। মাঠে সেটার প্রতিফলন দেখাতে চান তিনি। আজ মিরপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন বাঁহাতি এ ব্যাটার। শান্ত বলেন, ‘আমার সবসময় পছন্দের ক্রিকেটার সাকিব ভাই। এমএস ধোনিকে সবাই পছন্দ করে। সাকিব ভাইয়ের ক্যাপ্টেন্সি বলেন, প্ল্যানিং বা মাঠে সবাইকে হ্যান্ডেল করা আমি খুবই উপভোগ করি।’
২০২২ সালে বিপিএলে একই দলে খেলেছেন সাকিব-শান্ত। ফরচুন বরিশালের হয়ে খেলা সাকিব থেকে নেতৃত্বের গুণাবলি শিখেছেন শান্ত, ‘বিপিএলে উনার অধীনে খেলার সময় আমি অনেক কিছু শিখেছি। চেষ্টা করব আমার যা অভিজ্ঞতা আছে আর বড় ভাইদের থেকে যে জিনিস শিখেছি মাঠে ছোট ছোটভাবে কাজে লাগানো।’
আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে খেলবে বাংলাদেশ। গতকাল পাঁচ পরিবর্তন নিয়ে এবং শান্তকে অধিনায়ক করে ১৪ সদস্যের দল ঘোষণা করেছেন নির্বাচকেরা। শান্ত, তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম, শরীফুল ইসলাম, ও মেহেদী হাসান মিরাজ ফিরেছেন দলে। প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে নিউজিল্যান্ড। আগামীকাল সিরিজ বাঁচাতে মাঠে নামবে বাংলাদেশ। নিশ্চিত শান্তও চাইবেন নেতৃত্বের অভিষেকটা জয় দিয়েই রাঙাতে।