আগামীকা সিরিজ বাঁচানোর ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ দল। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটিতে টাইগার শিবিরে ফিরেছেন তাসকিন আহমেদ। বিশ্বকাপের আগমুহূর্তে ভালো প্রস্তুতির মঞ্চে তার একাদশে জায়গা পাওয়া নিশ্চিতই ছিল। কিন্তু ম্যাচটিতে খেলবেন কিনা, সেটি এখনো নিশ্চিত নন এ টাইগার পেসার।
জানা যায়, অসুস্থতার কারণে তাসকিনের শেষ ম্যাচ খেলা নিয়ে রয়েছে সংশয়। সোমবার (২৫ সেপ্টেম্বর) তিনি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলনে যোগ দেননি। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘তাসকিনের পেট খারাপ হয়েছে। শেষ ম্যাচ খেলতে পারবে কি না নিশ্চিত নয়। এটা খাদ্যের বিষক্রিয়ার ব্যাপার। আশা করি, ঠিক হয়ে যাবে। যদি ক্লান্তি বা দুর্বলতা না থাকে, তাহলে খেলতে পারবে।’
এদিকে, তাসকিনের অসুস্থতার কারণে দলের সঙ্গে রাখা হয়েছে পেসার খালেদ আহমেদকে। সোমবার মিরপুর স্টেডিয়ামে জাতীয় দলের সঙ্গে অনুশীলনও করেন তিনি। শেষ পর্যন্ত মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) তাসকিন খেলতে না পারলে একাদশে থাকতে পারেন খালেদ।