, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


যুক্তরাষ্ট্রের ভিসা নীতির ফলে বিএনপি নেতাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে: ইঞ্জিনিয়ার সবুর

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৩ ১১:২৪:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৩ ১১:২৪:২৯ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের ভিসা নীতির ফলে বিএনপি নেতাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে: ইঞ্জিনিয়ার সবুর ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেছেন, যুক্তরাষ্ট্র ভিসা নীতি কার্যকর করার ঘোষণার পর থেকেই বিএনপির নেতাদের কপালে চিন্তার ভাঁজ পরেছে। রবিবার কুমিল্লার তিতাস উপজেলার ১নং সাতানী ইউনিয়নে উন্নয়ন প্রচারপত্র বিতরণ ও জনসংযোগকালে ইঞ্জিনিয়ার সবুর এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াতের নেতারা যে ষড়যন্ত্রে মেতেছে তা যুক্তরাষ্ট্রের ভিসানীতির ফলে ভেস্তে যাবে। ষড়যন্ত্র করে কোন লাভ হবে না। নির্বাচন হবে দেশের সংবিধান অনুযায়ী, গণতান্ত্রিক উপায়ে। আর সেই নির্বাচনে আবারো জনগণের ভোটে জননেত্রী শেখ হাসিনাই ক্ষমতায় আসবে।

বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বলেন, ষড়যন্ত্র করে কোন লাভ হবে না। মানুষের কাছে যান। ষড়যন্ত্র করে, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার স্বপ্ন দেখবেন না। পেছনের দরজা দিয়ে কখনো ক্ষমতায় আসতে পারবেন না। ক্ষমতায় আসতে হলে জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতে হবে।সূত্র-বাসস।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস