, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ , ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ঝগড়া করছিলেন বাবা-মা, প্রাণ গেল তিন সন্তানের

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৩ ০৩:২২:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৩ ০৩:২২:১৫ অপরাহ্ন
ঝগড়া করছিলেন বাবা-মা, প্রাণ গেল তিন সন্তানের ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় স্বামীর সঙ্গে ঝগড়া পর তিন সন্তানসহ মা বিষপান করেছেন। এতে তিন সন্তানের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে উপজেলায় ফেনারবাক ইউনিয়নের শান্তিপূর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো- শাহেদ (৫), তামজীদ (১৩), সাকিবা (১৪)।

স্থানীয়রা জানান, উপজেলায় ফেনারবাক ইউনিয়নের শান্তিপুর গ্রামে জাহাঙ্গীরের সঙ্গে স্ত্রী যমুনা বেগম ঝগড়া করেন। পরে তিন সন্তানসহ যমুনা বেগম বিষপান করেন। তাদের চিৎকারে এক পর্যায়ে স্থানীয় লোকজন গুরুতর অসুস্থ অবস্থায় তাদের উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসা নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠান। সুনামগঞ্জ সদর হাসপাতালে পৌঁছালে চিকিৎসক শাহেদ, তামজীদ, সাকিবাকে মৃত ঘোষণা করেন।

জামালগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মা বেঁচে আছে এখন। কিন্তু তিন সন্তান মারা গেছে। তারা সবাই সুনামগঞ্জ সদর হাসপাতালে আছে।
সর্বশেষ সংবাদ
ভারত ফেরত না দিলেও শেখ হাসিনার বিচার চলবে: টবি ক্যাডম্যান

ভারত ফেরত না দিলেও শেখ হাসিনার বিচার চলবে: টবি ক্যাডম্যান