, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


রাফী অনেক ভালো খেলে: তমা মির্জা

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৩ ০১:৩৪:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৩ ০১:৩৪:৩১ অপরাহ্ন
রাফী অনেক ভালো খেলে: তমা মির্জা ছবি: সংগৃহীত
হালের জনপ্রিয় এই চলচ্চিত্র পরিচালক রায়হান রাফীর। দেশের বিনোদন দুনিয়ার তারকারা নিয়ে ৬ সেপ্টেম্বর শুরু হচ্ছে সেলিব্রেটি ক্রিকেট লিগ (সিসিএল)। রায়হান রাফীর খেলায় মুগ্ধ তর্মা মির্জা। তিনি ভাবতেই পারেননি যে, হালের জনপ্রিয় এই চলচ্চিত্র পরিচালক এত ভালো খেলতে পারেন! 

বিশ্বকাপ ক্রিকেটের আগে জাতীয় ক্রিকেট দলের জন্য শুভকামনা জানাতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।  এই টুর্নামেন্টে অংশ নেবে ৮টি দল। সব দলের খেলোয়াড় শুটিং বন্ধ রেখে নিয়মিত প্র্যাকটিস করছেন। 

অংশগ্রহণ করা দলগুলোর মধ্যে একটির নেতৃত্ব দেবেন হালের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফী। পরিচালনা ছাড়াও তিনি যে ক্রিকেট ভালো খেলেন, এটা জানতেন না তমা মির্জা। 

প্র্যাকটিস করতে এসে গণমাধ্যমের কাছে তিনি বলেন, ‘রাফী যে এত ভালো ক্রিকেট খেলে, আমি জানতাম না। আমি তো প্রোগ্রামের দিন ভাবতেছিলাম, রাফী খেলবে! ও খুবই ভালো খেলে।’

জানা গেছে, সিসিএলে রাফীর দলে খেলবেন না তমা। তিনি খেলবেন চয়নিকা চৌধুরীর দলে। 

ঢালিউড অন্দরমহলের খবর, গোপনে চুটিয়ে প্রেম করছেন রাফী-তমা। কিন্তু বিষয়টি নিয়ে তারা স্পষ্ট করে কিছু না বললেও, ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন বারবার। 

এদিকে, গেল ঈদুল আজহায় তমা মির্জা অভিনীত ‘সুড়ঙ্গ’ সিনেমাটি মুক্তি পায়। এটি পরিচালনা করেছেন রায়হান রাফী। প্রযোজকের দাবি অনুযায়ী, সিনেমাটি ব্যবসাসফল হয়েছে। 
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা