, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


২০ লাখ টাকা ঘুষ দাবি, দুদক কর্মকর্তা আটক চট্টগ্রামে

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৩ ১২:২৯:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৩ ১২:২৯:২৩ অপরাহ্ন
২০ লাখ টাকা ঘুষ দাবি, দুদক কর্মকর্তা আটক চট্টগ্রামে ছবি: সংগৃহীত
কুমিল্লা জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মকর্তাকে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আটক করেছে পাঁচলাইশ থানা পুলিশ। 

শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) মোখলেছুর রহমান। এর আগে সন্ধ্যায় তাকে নগরীর চকবাজার থেকে আটক করা হয়। 

আটক ওই দুদক কর্মকর্তার নাম মো. কামরুল হুদা। তার বাড়ি কক্সবাজার জেলার কুতুবদিয়ায়। তিনি দুর্নীতি দমন কমিশন কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী উপ-পরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন। তার গ্রামের বাড়ি কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায়।

জানা গেছে, চট্টগ্রামের এক স্বর্ণকারের কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন আটক ওই দুদকের কর্মকর্তা। সে অভিযোগের প্রেক্ষিতেই তাকে আটক করা হয়েছে।

উপ-কমিশনার (ডিসি) মোখলেছুর রহমান জানান, ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী উপ-পরিদর্শক পদমর্যাদার এক কর্মকর্তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান