মাত্র এক ঘণ্টার বৃষ্টিতে রাজধানীতে তীব্র জলাবদ্ধতা ও জনদুর্ভোগ নতুন কিছু নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেছেন, যখন অস্বাভাবিক বৃষ্টি হয়, তখন শুধু ঢাকা নয়। দেখবেন- ইউরোপ, চীন, আমেরিকার বড় বড় শহরেও পানি জমে গেছে। লিবিয়াতে দেখেছেন, ভারী বৃষ্টি হলো, বন্যা হলো, তাতে অসংখ্য মানুষ মারা গেলেন।
আজ শনিবার ২৩ সেপ্টেম্বর রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত নগর ও আঞ্চলিক পরিকল্পনা বিষয়ে সম্মেলনে বক্তব্য শেষে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিন দিনব্যাপী এ সম্মেলনে ঢাকা শহরের উন্নয়ন ও পরিকল্পনা নিয়ে নানান আলোচনা চলছে। সম্মেলনের বিষয়বস্তু ও তা বাস্তবায়ন নিয়ে আগেও অনেক সভা-সেমিনার হয়েছে। তবুও মাত্র একদিন আগেই রাতে কয়েক ঘণ্টার বৃষ্টিতে পুরো ঢাকা শহরে জলাবদ্ধতা দেখা দেয়। সভা-সেমিনার ছাড়া এটা নিয়ে আদৌ কার্যকর পদক্ষেপ নেওয়া হয় কি না, এমন প্রশ্ন করেন সাংবাদিকরা।
এর জবাবে সালমান এফ রহমান বলেন, ঢাকা শহরে জলাবদ্ধতায় সয়লাব হয়ে যাওয়ার কথা যে বললেন, এটা আসলে নতুন কিছু নয়। আমি বলবো- এটা অতীতের একটা সমস্যা, যেটা আমরা এখনো বয়ে বেড়াচ্ছি। এটা নিয়েও কাজ করা হচ্ছে। এটা কীভাবে পর্যায়ক্রমে কমাতে পারি, তা নিয়ে আরও কাজ হবে।
তিনি বলেন, যখন একটা প্ল্যান করা হয়, তখন একটা সীমারেখা নিয়ে প্ল্যান হয়। আমি ধরে নিলাম, এতটুকু বৃষ্টি হবে, নরমাল বৃষ্টি যেটা। সেটা হলে আমাদের যে ড্রেনেজ তা দিয়েই পানি নিষ্কাশন হয়ে যাবে। সেটা হয়ও। কিন্তু যখন অস্বাভাবিক বৃষ্টি হয়, তখন শুধু ঢাকা নয়, দেখবেন- ইউরোপ, চীন, আমেরিকাতেও বড় বড় শহরে পানি জমে গেছে। লিবিয়াতে দেখেছেন, ভারী বৃষ্টি হলো, বন্যা হলো, তাতে অসংখ্য মানুষ মারা গেলেন।
তিনি আরও বলেন, যতই পরিকল্পনা করি না কেন, অতিভারী বা অতিরিক্ত কিছু দুর্যোগপূর্ণ হয়ে গেলে আর কিছুই করার থাকবে না। জলবায়ু পরিবর্তনের কারণে এমন সমস্যা হচ্ছে। এর চরম নেতিবাচক প্রভাবটা আমাদের সামনে ধীরে ধীরে প্রকট আকারে দেখা দিচ্ছে। সামনে হয়তো এটা আরও বাড়বে। এ নিয়ে আমাদের পরিকল্পনাবিদদের দীর্ঘমেয়াদি কাজ করতে হবে। সরকার সহায়তা দিয়ে যাবে।