, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


রাস্তার সলিং দেয়া ইট তুলে বাড়িতে নিয়ে গেলেন ইউপি চেয়ারম্যান

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৩ ০৩:২৩:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৩ ০৩:২৩:১৪ অপরাহ্ন
রাস্তার সলিং দেয়া ইট তুলে বাড়িতে নিয়ে গেলেন ইউপি চেয়ারম্যান ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সরকারি বরাদ্দের অর্থ দিয়ে সংস্কারকৃত রাস্তার সলিং দেয়া ইট উঠিয়ে বাড়িতে নেয়ার অভিযোগ উঠেছে চান্দুরা ইউপি চেয়ারম্যান এ এম  শামিউল হক চৌধুরীর বিরুদ্ধে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট গ্রামবাসী একটি লিখিত অভিযোগ দিয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসারের নিকট দেয়া লিখিত অভিযোগপত্র প্রাপ্তির বিষয়টি স্বীকার করেন ইউএনও ইরফান উদ্দিন আহমেদ।  তবে চেয়ারম্যানের দাবি ইটগুলো রক্ষণাবেক্ষণ করতে বাড়িতে এনেছেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সাতগাঁও এলাকা চেয়ারম্যানের বাড়ি হতে সাতগাঁও গুচ্ছগ্রাম পর্যন্ত প্রায় ২ কিলোমিটার দৈর্ঘ্য মাটি রাস্তাটি ইট সলিং ছিল। এরই মধ্যে ১৩শ মিটার রাস্তা এলজিইডির মাধ্যমে কার্পেটিং করা হয়েছে। রাস্তার বাকি ৭শ মিটার রাস্তার ইট সলিংয়ের ইটগুলো উঠিয়ে ইউপি চেয়ারম্যান এ এম শামিউল হক চৌধুরী নিজ বাড়িতে স্টক করে রেখেছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করে গ্রামবাসী।

স্থানীয়রা আরো অভিযোগ করে বলেন, ২০২১ সালে রাস্তা কার্পেটিং করার সময় পুরনো লক্ষাধিক ইটও তারই বাড়িতে মেশিনের মাধ্যমে কংক্রিট করে বিভিন্ন ঠিকাদারদের কাছে বিক্রি করেন। চেয়ারম্যানের নিকট থেকে পুরোনো ইটের সেই খোয়াগুলো ক্রয় করে স্থানীয় ঠিকাদাররা গ্রামের ভেতরে সরু রাস্তার ঢালাই এর কাজে ব্যবহার করেন। তবে চেয়ারম্যান এ এম শামিউল হক চৌধুরী প্রভাবশালী হওয়ায় স্থানীয়রা এ ব্যাপারে ভয়ে কিছুই করতে পারেনি।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান এ এম শামিউল হক চৌধুরী বলেন, গুচ্ছগ্রামটি হাওর বেষ্টিত। ২০২০ সালের বন্যায় রাস্তাটি ডুবে গিয়েছিল। তখন বন্যার পানিতে ইটগুলো ভেসে গিয়েছিল। বাকি ছিলো সাত হাজার ইট। সংশ্লিষ্ট দপ্তরের অনুমতিক্রমে ইটগুলোকে রক্ষণাবেক্ষণ করতে আমার বাড়িতে নিয়ে আসি। তবে এগুলো বিক্রি বা নিজ স্বার্থে কাজে লাগানোর জন্য আনা হয়নি। একটি মহল আমাকে রাজনৈতিকভাবে ঘায়েল করতে এই অপপ্রচার চালিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরফান উদ্দিন জানান, বিষয়টি প্রাথমিক পর্যায়ে দেখার জন্য উপজেলা প্রকৌশলীকে বলা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর প্রভাব পড়বে না

এদিকে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আশিকুর রহমান ভূঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চেয়ারম্যানের বাড়িতে ইটগুলো আমরা পেয়েছি। ইটগুলো যথাস্থানে প্রতিস্থাপন করার জন্য জানিয়ে দেয়া হয়েছে।