, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ , ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বাংলাদেশকে সুদসহ ঋণের পুরো ২০০ কোটি ডলার পরিশোধ করলো শ্রীলঙ্কা

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৩ ০৩:০৬:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৩ ০৩:০৬:০৮ অপরাহ্ন
বাংলাদেশকে সুদসহ ঋণের পুরো ২০০ কোটি ডলার পরিশোধ করলো শ্রীলঙ্কা ছবি: সংগৃহীত
বাংলাদেশ থেকে নেয়া ২০০ মিলিয়ন ডলার ঋণের পুরোটাই পরিশোধ করেছে শ্রীলঙ্কা। শুক্রবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, শ্রীলঙ্কা শেষ কিস্তির ৫০ মিলিয়ন ডলার ও ঋণের সুদ বাবদ ৪.৫ মিলিয়ন ডলার বৃহস্পতিবার রাতে পরিশোধ করেছে।

এর আগে, মুদ্রা বিনিময় চুক্তিতে নেয়া ঋণের ১০০ মিলিয়ন মার্কিন ডলার গত ২ সেপ্টেম্বর বাংলাদেশকে ফেরত দিয়েছিল শ্রীলঙ্কা। তার আগে ১৭ আগস্ট প্রথম কিস্তিতে ৫০ মিলিয়ন ডলার পরিশোধ করেছিল দেশটি।
 
এর আগে মুদ্রা বিনিময় চুক্তি অনুযায়ী অর্থনৈতিক সংকটে পড়া শ্রীলঙ্কাকে ২০২১ সালের ১৯ আগস্ট প্রথম ধাপে ৫০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এরপর একই মাসে দ্বিতীয় ধাপে ১০০ মিলিয়ন ডলার ও সেপ্টেম্বরে তৃতীয় ধাপে ৫০ মিলিয়ন ডলার ঋণ দেয়া হয়। 
সর্বশেষ সংবাদ
জাতীয় নিরাপত্তার স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ: শায়েখ আহমাদুল্লাহ

জাতীয় নিরাপত্তার স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ: শায়েখ আহমাদুল্লাহ