, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বিশ্বকাপে অংশ নিতে এখনও ভারতের ভিসা পায়নি পাকিস্তান দল

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৩ ১২:৪৭:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৩ ১২:৪৭:৫৮ অপরাহ্ন
বিশ্বকাপে অংশ নিতে এখনও ভারতের ভিসা পায়নি পাকিস্তান দল
আসন্ন ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে এক সপ্তাহ আগে ভারতের ভিসার জন্য আবেদন করলেও এখন পর্যন্ত ভিসা পায়নি পাকিস্তান ক্রিকেট দল। ভিসা জটিলতার কারণে প্রস্তুতি ম্যাচের আগে দলটির ভারতে পৌঁছানো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এশিয়া কাপ হারার পর পাকিস্তান দলের অভ্যন্তরীণ কোন্দলের কিছু গুঞ্জন সামনে এসেছিল।

বিশ্বকাপের আগে দলীয় ঐক্যকে সুদৃঢ় করতে তাই দলকে দুবাই পাঠাতে চেয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। পরিকল্পনা ছিল, দুবাইয়ে দুইদিন সময় কাটিয়ে ভারতের উদ্দেশে উড়াল দেবেন বাবর-রিজওয়ানরা। তবে শেষমেশ ভিসার কারণে সেই পরিকল্পনা বাদ দিতে হলো পাকিস্তানকে। ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন মতে, ভারতে যাওয়ার ভিসা এখনও হাতে না পাওয়ায় দুবাইয়ে যাওয়ার পরিকল্পনা বাদ দিতে হয়েছে পাকিস্তানকে।

প্রতিবেদনে আরও জানানো হয়, ভিসা পাওয়া মাত্রই ২৯ সেপ্টেম্বরের প্রস্তুতি ম্যাচের জন্য ভারতে উড়াল দেবে দলটি। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে এখনও ভারতের ভিসা না পাওয়া একমাত্র দল পাকিস্তান। মূলত দুই দেশের রাজনৈতিক জটিলতার কারণে ভারতের ভিসা পাওয়া পাকিস্তানি নাগরিকদের জন্য বেশ কষ্টসাধ্য ব্যাপার। ক্রিকেট দলের ক্ষেত্রেও একই কারণে সমস্যার সৃষ্টি হয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা এই পরিস্থিতিকে 'উদ্বেগজনক' হিসেবে উল্লেখ করেছেন। জানা গেছে, বাবর আজমের নেতৃত্বাধীন দল আগামী বুধবারই ২৮ সেপ্টেম্বর দুবাই যাবে এবং বৃহস্পতিবার সেখান থেকে সরাসরি হায়দরাবাদে গিয়ে পৌঁছাবে তারা। বৃহস্পতিবার প্রথম প্রস্তুতি ম্যাচ পাকিস্তানের। নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ না পাওয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে বাবরদের এই ম্যাচটি হবে দর্শকবিহীন স্টেডিয়ামে।
সড়ক দুর্ঘটনায় মারা গেলেন নায়িকা পরীমণির প্রথম স্বামী

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন নায়িকা পরীমণির প্রথম স্বামী