, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আজ দ্বিতীয় ওয়ানডে পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৩ ১০:১৭:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৩ ১০:১৭:৩৯ পূর্বাহ্ন
আজ দ্বিতীয় ওয়ানডে পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
এর আগে প্রথম ম্যাচ বৃষ্টিতে ভাসার পরে এবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। এ ম্যাচের আগে বিশ্রাম থেকে দলে ফেরানো হয়েছে পেসার হাসান মাহমুদকে। তবে দ্বিতীয় ওয়ানডের আগে অনুশীলন করেনি কোনো দল। আজ শনিবার ২৩ সেপ্টেম্বর দুপুর ২টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

এদিকে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ভেস্তে গেছে বৃষ্টিতে। প্রকৃতির ঈর্ষায় সেদিন ব্যাট করতে পারেনি বাংলাদেশ। এ দিকে সিরিজের দ্বিতীয় ম্যাচেও চোখ রাঙাচ্ছে বেরসিক বৃষ্টি। এই ম্যাচের আগে অনুশীলন করেনি টিম টাইগার। ম্যাচের আগের দিন টিম হোটেলে বিশ্রামেই দিন কাটিয়েছেন লিটন-মোস্তাফিজরা।

তবে সতীর্থরা না এলেও এদিন মিরপুরে ঠিকই এসেছেন তামিম ইকবাল। বিশ্বকাপের আগে এই সিরিজে নিজের ব্যাটিং সামর্থ্য প্রমাণ করতে মরিয়া এই টাইগার ওপেনার। তাই ম্যাচের আগে ইনডোরে নিজকে ঝালিয়ে নিয়েছেন তিনি। মিরপুর স্টেডিয়ামের ইনডোরে ম্যাচের আগে ঐচ্ছিক অনুশীলন করেছেন আরেক টাইগার ব্যাটার তাওহীদ হৃদয়।

এদিকে বিসিবি সূত্র থেকে জানা যায়, প্রথম ম্যাচে হালকা চোট পেয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। সে কারণেই দ্বিতীয় ওয়ানডের আগে বিশ্রাম থেকে দল ফেরানো হয়েছে পেসার হাসান মাহমুদকে। প্রথম ম্যাচে টাইগারদের বোলিং পারফরম্যান্স কিছুটি স্বস্তি দিয়েছে টিম ম্যানেজমেন্টকে। তবে দ্বিতীয় ম্যাচের আগে উইকেটের ধরনের ওপর ভিত্তি দলে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন টাইগারদের ভারপ্রাপ্ত কোচ নিক পোথাসের।

বাংলাদেশের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত কোচ নিক পোথাস বলেছেন, ‘দলে অনেক ভালো খেলোয়াড় রয়েছে। তারা জানে কীভাবে খেলতে হয়। তারা যখন সুযোগ পাবে অবশ্যই ভালো কিছু করবে। আমাদের এখন যে স্কোয়াড আছে তা নিয়ে আমরা সামনের ম্যাচগুলো জিততে পারবো। কিন্তু পরবর্তী ম্যাচে পিচের পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে দলে কিছু পরিবর্তন আসতে পারে।’

এদিকে বাংলাদেশের মতো এদিন অনুশীলন করেনি নিউজিল্যান্ডও। টিম হোটেলে বিশ্রামে কাটিয়েছে লকি ফার্গুসনের দল। প্রথম ম্যাচের ব্যাটিং হয়নি মনমতো। দ্বিতীয় ম্যাচে ছন্দে ফিরতে মরিয়া ব্ল্যাকক্যাপরা। তবে দ্বিতীয় ওয়ানডের আগে বাংলাদেশের কন্ডিশনকে চ্যালেঞ্জিং হিসেবে দেখছেন কিউই অধিনায়ক।

নিউজিল্যান্ডের অধিনায়ক লকি ফার্গুসন বলেছেন, ‘বাংলাদেশ তাদের হোম কন্ডিশনে খুব শক্তিশালী। তাদের খুব ভালো স্পিন আক্রমণ আছে। পেস বোলাররাও ভালো করছে। পিচটা স্পিনিং তবে আমাদেরও এই ধরনের পিচে খেলার অভিজ্ঞতা আছে। পরবর্তী ম্যাচে ভালো চ্যালেঞ্জ অপেক্ষা করছে আমাদের জন্য। আমরাও প্রস্তুত।’
 
সড়ক দুর্ঘটনায় মারা গেলেন নায়িকা পরীমণির প্রথম স্বামী

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন নায়িকা পরীমণির প্রথম স্বামী