, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা, কোন দল কত পাবে

  • আপলোড সময় : ২২-০৯-২০২৩ ০৬:৩১:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৩ ০৬:৩১:৩১ অপরাহ্ন
বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা, কোন দল কত পাবে ফাইল ছবি
ভারতের মাটিতে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ৫ অক্টোবর। সে হিসাবে বিশ্বকাপ শুরুর আর হাতেগোনা কয়েক দিন বাকি। এরই মধ্যে জোরেশোরেই বিশ্বকাপের দামামা বাজতে শুরু করেছে। এবার বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল শুধু ট্রফিই নয়, শিরোপা জিতলে পাবে মোটা অঙ্কের প্রাইজমানি। এমনকি অংশগ্রহণকারী বাকি দলগুলোও ভালো অঙ্কের টাকাপয়সা নিজেদের পকেটে নিয়ে ফিরতে পারবে।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানায়, আসন্ন ওয়ানডে বিশ্বকাপের সর্বমোট প্রাইজমানি ১০ মিলিয়ন ডলার। যেখানে চ্যাম্পিয়ন দল পাবে ৪ মিলিয়ন ডলার। রানার্সআপ দল পাবে ২ মিলিয়ন ডলার। 

সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল পাবে ৮ লাখ ডলার করে। গ্রুপ পর্বে প্রতি ম্যাচে জয়ী দল পাবে ৪০ হাজার ডলার। সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়া ৬টি দল পাবে ১ লাখ ডলার করে। 

একনজরে দেখে নিন বিশ্বকাপের প্রাইজমানি- 

চ্যাম্পিয়ন দল - ৪ লাখ ডলার

রানার্সআপ দল - ২ লাখ ডলার

সেমিফাইনালে হেরে যাওয়া দল - ৮ লাখ ডলার করে

সেমিফাইনালে উঠতে না পারা দল - ১ লাখ ডলার করে

গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জয়ের জন্য - ৪০ হাজার ডলার করে
সর্বশেষ সংবাদ