, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ


ড্রেসিংরুম থেকে সোহানকে খুঁজে এনে ব্যাটিংয়ে নামাতে হয় আম্পায়ারদের

  • আপলোড সময় : ১১-০৫-২০২৩ ১১:৪৮:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৩ ১১:৪৮:২৪ পূর্বাহ্ন
ড্রেসিংরুম থেকে সোহানকে খুঁজে এনে ব্যাটিংয়ে নামাতে হয় আম্পায়ারদের
খেলার সময় টসে যেতে দেরি করা, ব্যাটিংয়ে নামতে বিলম্ব। নুরুল হাসান সোহানের বিরুদ্ধে বহু পুরোনো অভিযোগ এটি। এ নিয়ে তাঁকে সতর্ক করতে করতে ক্লান্ত দেশের আম্পায়াররা। অভিযোগ উঠেছে, নিয়মানুবর্তিতা প্রতি উদাসীনতা তাঁর। ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগে লেজন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে গতকাল ফতুল্লায় চরম উদাসীনতা দেখালেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের এ অধিনায়ক। রীতিমতো ড্রেসিংরুম থেকে খুঁজে এনে ব্যাটিংয়ে নামাতে হয়েছে সোহানকে।

নির্ধারিত সময়ের প্রায় এক মিনিট বিলম্বে ব্যাটিংয়ে নেমেছেন তিনি। তাও তৃতীয় আম্পায়ার রিয়াজুল ইসলামকে ড্রেসিংরুমে গিয়ে তাড়া দিতে হয়েছে তাঁকে। শেখ জামালের ওপেনার সৈকত আলি ২৫.৩ ওভারে আউট হয়ে ড্রেসিংরুমে ফেরেন। ব্যাটিং অর্ডার অনুযায়ী চতুর্থ উইকেটে ফজলে মাহমুদের সঙ্গে জুটি বাঁধার কথা তাঁর।

প্যাড পরে ড্রেসিংরুমে অপেক্ষাও করছিলেন তিনি। অথচ সৈকত আউট হয়ে ড্রেসিংরুমে ফিরে প্যাড খুলে ফেলার পরও সোহানের মাঠে যাওয়ার খবর ছিল না বলে জানান ম্যাচ অফিসিয়ালরা।  এদিকে ‘প্লেয়িং কন্ডিশন’ অনুযায়ী ব্যাটসম্যান আউটের দুই মিনিটের ভেতরে পরের ব্যাটসম্যানকে মাঠে ঢুকতে হবে। সোহানের লেগেছে প্রায় তিন মিনিট। সে ক্ষেত্রে তাঁকে আউট দেওয়ার কথা ফিল্ড আম্পায়ারের।

কেন আউট দেওয়া হয়নি এ সম্পর্কে জানতে চাওয়া হলে ফিল্ড আম্পায়ার তানভির আহমেদ বলেন, ‘প্রতিপক্ষ দল থেকে আপত্তি করা হলে সে আউট হতো (টাইম আউট)। যেহেতু লেজেন্ডস অব রূপগঞ্জের দিক থেকে কোনো আবেদন করা হয়নি, তাই ব্যাট করতে পেরেছে।’  তবে রূপগঞ্জের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা কেন আউটের আবেদন করেননি তা জানা যায়নি। বিসিবির জাতীয় এবং আন্তর্জাতিক প্যানেলের একাধিক আম্পায়ার ও ম্যাচ অফিসিয়ালের অভিযোগ, সোহান ম্যাচে সময়ানুবর্তী না।

একজন ম্যাচ রেফারি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘সোহানকে তো প্রায়ই সময়ের ব্যাপারে সচেতন হতে বলে আম্পায়াররা। বেশিরভাগ সময় তাকে মৌখিকভাবে সতর্ক করা হলেও কোনো হেলদোল নেই। এটা যেন তার একটা স্টাইল হয়ে গেছে। সে বুঝতে পারছে না বাজে দৃষ্টান্ত। তার মতো একজন আন্তর্জাতিক ক্রিকেটারের কাছ থেকে এটা কাম্য না।’
কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রবিবার, বিশেষ চেম্বার আদালতের আদেশ

কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রবিবার, বিশেষ চেম্বার আদালতের আদেশ