, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বাংলাদেশ ব্যাংকে আগুন লাগেনি: ফায়ার সার্ভিস

  • আপলোড সময় : ২২-০৯-২০২৩ ০৪:৪৩:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৩ ০৪:৪৩:০৫ অপরাহ্ন
বাংলাদেশ ব্যাংকে আগুন লাগেনি: ফায়ার সার্ভিস ফাইল ছবি
রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন লাগার সতর্ক বার্তা পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। তবে এটি ফলস অ্যালার্ম ছিল বলে জানিয়েছে সংস্থাটি। কেন্দ্রীয় ব্যাংক ভবনে আগুনের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩২ মিনিটের দিকে আগুনের অ্যালার্ম পায় ফায়ার সার্ভিস। পরে তাদের চারটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়।  

ফায়ার সার্ভিসের অপারেটর ফরহাদ বলেন, আগুনের অ্যালার্ম পেয়ে আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছিল। তবে আগুন লাগার সতর্কবার্তাটি ছিল ভুয়া। আগুনের কোনো ঘটনা ঘটেনি।

জানা গেছে, সম্প্রতি বিভিন্ন ভবনে লাগানো সিসি ক্যামেরায় আগুনের সতর্কবার্তা দেওয়ার অপশন রয়েছে। কোথাও কোনো ধোঁয়া দেখলেই ফায়ার সার্ভিসকে সতর্ক করে সিসি ক্যামেরা। মূলত এমন বার্তা পেয়েই ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস।
সর্বশেষ সংবাদ
‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’

‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’