, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ , ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ


নির্মাণাধীন তিস্তা সেতুর শার্টার ভেঙে শ্রমিকের মৃত্যু 

  • আপলোড সময় : ২২-০৯-২০২৩ ১১:১৬:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৩ ১১:১৬:৫০ পূর্বাহ্ন
নির্মাণাধীন তিস্তা সেতুর শার্টার ভেঙে শ্রমিকের মৃত্যু 
চিলমারী (কুড়িগ্রাম) থেকে: চিলমারী-হরিপুর নির্মাণাধীন তিস্তা সেতুর শার্টার ভেঙে হাবিবুর রহমান (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার হরিপুর-চিলমারী রুটে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক হাবিবুর রহমান সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ি গ্রামের মৃত্যু লালু মোল্লার ছেলে।

স্থানীয়রা বাসিন্দারা জানান, প্রতিদিনের মতো নির্মাণাধীন তিস্তা সেতুতে অন্য শ্রমিকদের সঙ্গে কাজ করছিলেন হাবিবুর। এ সময় হঠাৎ সেতুর ওপর থেকে লোহা ও স্টিলের একটি শার্টার ভেঙে শ্রমিক হাবিবুরের ওপরে পড়ে। সঙ্গে থাকা দুই শ্রমিক প্রাণে বাঁচলেও মাথাসহ শরীরে আঘাত পেয়ে গুরুত্বর আহত হন হাবিবুর। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পথি মধ্যেই  হাবিবুরের মৃত্যু হয়।

শ্রমিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত শ্রমিকের স্বজনসহ সেখানে কর্মরত অন্য শ্রমিকদের সঙ্গে দুর্ঘটনার বিষয়টি নিয়ে কথা বলেছি। 

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন সুন্দরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান। এ সময় তিনি নিহতের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের আর্থিক সহায়তার আশ্বাস দেন।
 
সর্বশেষ সংবাদ
টাকা না পেয়ে সোশ্যাল ইসলামী ব্যাংকে তালা দিলো গ্রাহকরা

টাকা না পেয়ে সোশ্যাল ইসলামী ব্যাংকে তালা দিলো গ্রাহকরা