গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত টানা ৬ ঘণ্টার বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী। জলাবদ্ধতায় নাকাল। ভারী বর্ষণে পানি ঢুকে পড়ে বাসা ও দোকানপাঠে। রাত ১২টার পর বৃষ্টি কমলেও সকাল পর্যন্ত পানির নিচেই বিভিন্ন এলাকার রাস্তাঘাট। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, ঢাকায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
তবে ঢাকায় আগে এর চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে বলেও জানান তিনি। আবহাওয়া অফিসের এক পূর্বাভাসে বলা হয়েছে, আজ শুক্রবারও রাজধানীসহ বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে দিন ও রাতের তাপমাত্রাও কিছুটা অপরিবর্তিত থাকবে। আজ শুক্রবার সকালে রাজধানীর মিরপুর, কল্যাণপুর, আগারগাঁও, কলেজগেট, রামপুরা, বনশ্রী, বাড্ডা এলাকাসহ রাজধানীর বিভিন্ন জায়গায় এখনও বৃষ্টি পানি জমে আছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে হাওয়া বৃষ্টিতে তলিয়ে যায় অনেক রাস্তা। তীব্র জলাবদ্ধতার কারণে বন্ধও হয়ে যায় অনেক রাস্তা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন রাজধানীর হাতিরঝিলের মধুবাগ নীলক্ষেত, কাঁটাবন, হাতিরপুল, যাত্রাবাড়ি, মালিবাগ, নিউমার্কেট, এলিফ্যান্টরোড, মিরপুরসহ বিভিন্ন এলাকায় বাসিন্দারা।
গভীর রাতে এসব এলাকায় শত শত দোকানে বৃষ্টির পানি ঢুকে যাওয়ায় নষ্ট হয় জিনিসপত্র। অনেকেই দোকানের মালামাল রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালায়। ভারী বৃষ্টি ও সড়কে পানি জমে গাড়ি চলাচল বিঘ্নিত হওয়ায় মাঝ রাত পর্যন্ত তীব্র যানজট ছিল মিরপুর রোড, ধানমন্ডি, বিজয়স্মরণি, তোজগাঁওসহ বিভিন্ন এলাকায়। ইঞ্জিনে পানি ঢুকে গাড়ি নষ্ট হওয়ার ভোগান্তিতে পড়েন চালকেরা।