আমিরুল ইসলাম,সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে মোবাইল ফোন ছিনতাই করে পালানের সময় গাছের সাথে ধাক্কা লেগে দুইজন ছিনতাইকারী গুরুতর আহত হয়েছে। পরে আহত দুই ছিনতাইকারীকে পুলিশ উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। ঘটনাটি ঘটেছে উপজেলার ঝাঐল ওভার ব্রিজের আমতলা এলাকায়।
আহত ছিনতাইকারীরা হলেন,ঢাকার সাভার এলাকার আসফর (২২) ও কামারখন্দ উপজেলার চরবড়ধুল এলাকার ইয়াছিন (১৯)।
পুলিশ জানায়, বুধবার ময়নাকান্দি গ্রামে রাস্তায় বসে একটি ছেলে মোবাইল ফোনে গেমস খেলছিলো এ সময় ওই দুই ব্যক্তি ব্যাটারি চালিত ভ্যান নিয়ে ছেলেটির কাছে থেকে মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যায়। এক পর্যায়ে উপজেলার ঝাঐল ওভার ব্রিজ এলাকায় ব্যাটারি চালিত ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে। এর কিছুক্ষণ পর ঘটনার স্থলে মোবাইলের মালিক মুকুল হোসেন বিষয়টি জনতাকে জানায়।এরপর পুলিশ খবর পেয়ে তাদেরকে প্রথমে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে আসে। সেখান থেকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়।
কামারখন্দ থানার পুলিশের এসআই মো: মানিক মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন,আহত দুই ব্যক্তির বিরুদ্ধে মুকুল হোসেন নামের একজন বাদী হয়ে চুরি মামলা দায়ের করেছেন । তাদের কাছে থেকে ধারালো চাকু, একটি লোহার চেইন ও ভ্যান পাওয়া গেছে। তাদেরকে বৃহস্পতিবার জেল হাজতে পাঠানো হবে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা.রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।