, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫ , ৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ


মারা গেলেন ‘থ্রি ইডিয়টস’ সিনেমার সেই লাইব্রেরিয়ান 

  • আপলোড সময় : ২১-০৯-২০২৩ ০৫:১৭:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৩ ০৫:১৭:৪১ অপরাহ্ন
মারা গেলেন ‘থ্রি ইডিয়টস’ সিনেমার সেই লাইব্রেরিয়ান 
জনপ্রিয় অভিনেতা আমির খানের বহুল আলোচিত সিনেমা ‘থ্রি ইডিয়টস’। রাজকুমার হিরানি পরিচালিত এ সিনেমা ২০০৯ সালে মুক্তি পায়। সিনেমাটিতে লাইব্রেরিয়ান দুবে চরিত্র রূপায়নকারী অখিল মিশ্রা মারা গেছেন। আজ বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৬৭ বছর। ইন্ডিয়ান এক্সপ্রেসকে এসব তথ্য নিশ্চিত করেছেন অখিলের স্ত্রী অভিনেত্রী সুজান বার্নার্ট।

এদিকে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বাসায় রান্না ঘরে কিছু একটা করতে গিয়েছিলেন অখিল মিশ্রা। সেখানে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। পরে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হন। হাসপাতালে ভর্তির কয়েক ঘণ্টা পর মারা যান অখিল মিশ্রা।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অখিল যখন দুর্ঘটনার শিকার হন, তখন বাসায় ছিলেন না তার স্ত্রী সুজান। তিনি হায়দরাবাদে শুটিং করছিলেন। খবর পেয়ে দ্রুত ফিরে আসেন তিনি। স্বামীর মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন সুজান। অখিল মিশ্রার মরদেহ পোস্ট মর্টেমের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। কবে, কখন এ অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে সে বিষয়ে কিছু জানা যায়নি।
সর্বশেষ সংবাদ
মসজিদুল হারামে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী কুবরা

মসজিদুল হারামে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী কুবরা