, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বিশ্বকাপে বাংলাদেশের টেকনিক্যাল অ্যাডভাইজার ভারতীয় কোচ শ্রীরাম

  • আপলোড সময় : ২১-০৯-২০২৩ ০১:২০:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৩ ০১:২০:৩৮ অপরাহ্ন
বিশ্বকাপে বাংলাদেশের টেকনিক্যাল অ্যাডভাইজার ভারতীয় কোচ শ্রীরাম
এর আগে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অলিখিত কোচের দায়িত্বে ছিলেন ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরাম। আরেকটি বিশ্বকাপের আগে টাইগারদের সঙ্গে ফের গাঁটছড়া বাঁধছেন তিনি। ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের টেকনিক্যাল অ্যাডভাইজার হলেন শ্রীধরন শ্রীরাম। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টাইগারদের  টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল শ্রীধরন শ্রীরামকে।

তবে টি-টোয়েন্টি দলের সর্বময় ক্ষমতাই ছিল এই ভারতীয় কোচের হাতে। সে সময় ইমপ্যাক্ট ও ইনটেন্ট বিষয়ক আলাপ দিয়ে বেশ সাড়া জাগিয়েছিলেন তিনি। বিশ্বকাপে টাইগাররা আশানুরূপ সাফল্য না পেলেও তার কাজ প্রশংসিত হয়েছিল। এবার ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে ফের বাংলাদেশ ক্রিকেটে তার ডাক পড়ল।

বিশ্বকাপের মাত্র দুই সপ্তাহ আগে বিসিবি জানিয়ে দিল, ভারতের মাটিতে বিশ্বকাপে টাইগারদের টেকনিক্যাল অ্যাডভাইজারের দায়িত্ব পালন করবেন শ্রীরাম। এশিয়া কাপ চলাকালীন কলম্বোতে টাইগারদের সাবেক এই টেকনিক্যাল কনসালট্যান্টের সাক্ষাৎকার নিয়েছিল সময় নিউজ। সে সময় জানিয়েছিলেন, ইচ্ছে থাকা সত্ত্বেও এই দায়িত্ব পালন করে যাওয়া সম্ভব হয়নি তার পক্ষে।

তবে তার চোখে টাইগারদের উন্নতি ধরা পড়েছিল। বাংলাদেশের দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে তিনি বলেছিলেন, 'ইচ্ছে ছিল, তবে বিসিবির ভিন্ন পরিকল্পনায় টাইগারদের সঙ্গে থাকা হয়নি'  কিন্তু ভারতের মাটিতে টাইগারদের পরামর্শ দেওয়ার দায়িত্বটা নিতে আপত্তি জানাননি।
সর্বশেষ সংবাদ