, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ , ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


 প্রথম ওয়ানডে খেলতে কাল মাঠে নামছে বাংলাদেশ-নিউজিল্যান্ড, বৃষ্টির সম্ভাবনা ৮৬ শতাংশ

  • আপলোড সময় : ২০-০৯-২০২৩ ০৫:১২:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৩ ০৫:১২:৫১ অপরাহ্ন
 প্রথম ওয়ানডে খেলতে কাল মাঠে নামছে বাংলাদেশ-নিউজিল্যান্ড, বৃষ্টির সম্ভাবনা ৮৬ শতাংশ
চলতি বছরের আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। বিশ্বমঞ্চে মাঠে নামার আগে নিজেদের সর্বশেষ ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। বিশ্বকাপের আগে দুই দলই নিজেদের মূল খেলোয়াড়দের বিশ্রাম দিয়েই এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে। ফলে কিউইদের বিপক্ষে সাকিব, মুশফিকদের ছাড়াই লড়বে লাল সবুজের দল।

আগামীকাল বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি স্থানীয় সময় দুপুর ২ টায় শুরু হওয়ার কথা রয়েছে। তবে বৃষ্টিময় সময়ে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে আবহাওয়া নিয়ে নেই সুখবর। এদিন ঢাকায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিন বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ৪৩ কি.মি বেগে বাতাস বয়ে যেতে পারে। এদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৮৬ শতাংশ। ৭.১ মিলি মিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচের দিন।

এছাড়া ম্যাচের প্রায় পুরোটা সময়ই আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ হবে ২৩ ও ২৬ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচ মিরপুর স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে।
আরও যতদিন থাকতে পারে গরম

আরও যতদিন থাকতে পারে গরম