, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


খরচ কমাতে অস্ট্রেলিয়া সফর বাতিল করলো বিসিবি

  • আপলোড সময় : ২০-০৯-২০২৩ ১২:২৪:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৩ ১২:২৪:২১ অপরাহ্ন
খরচ কমাতে অস্ট্রেলিয়া সফর বাতিল করলো বিসিবি
বাংলাদেশ দল খুব বেশি অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলার সুযোগ পায় না। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজও খুব কমই হয়ে থাকে। সে কারণে টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও বিসিবির হেড অব প্রোগ্রাম ডেভিড মুরের পরিকল্পনায় অস্ট্রেলিয়ায় বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ খেলার পরিকল্পনা করা হয়েছিল। 
 
অস্ট্রেলিয়ার প্রাদেশিক দল ভিক্টোরিয়া, সেন্ট্রাল ও সাউথ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সঙ্গে ম্যাচ খেলার জন্য যোগাযোগও করেছিল বিসিবি। কিন্তু হঠাৎ করেই সেই পরিকল্পনা থেকে সরে এসেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। জানা যায়, প্রাইভেট সফর হওয়ায় বিসিবিকে ব্যাপক খরচ করতে হতো। আনুমানিক ছয় থেকে সাত কোটি টাকা খরচ হতো অস্ট্রেলিয়া সফরে।

শুধু তাই নয়, সফরের সব কিছু নিজেদের উদ্যোগে আয়োজন করতে হতো। সফর বাতিল করার পেছনে এটাও একটা কারণ। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ বলছে, টানা ক্রিকেট খেলার কারণে খেলোয়াড়রা ক্লান্ত। এ ছাড়া ১০ অক্টোবর থেকে জাতীয় লিগের খেলা রয়েছে। এ কারণে মুমিনুল হকদের অস্ট্রেলিয়ায় চার দিনের ক্রিকেট ম্যাচ খেলতে পাঠাতে রাজি না বোর্ড। 

যদিও অস্ট্রেলিয়া সফর করলে টেস্ট ক্রিকেটারদের লাভ হতো, যা আগামী বছর নিউজিল্যান্ড সফরে কাজে দিত। এ ছাড়া দেশটির প্রাক মৌসুম কন্ডিশনে ভালো বোলিং মোকাবিলা করার অভিজ্ঞতা হতো।
আমাদের বিষয়ে ভারতকে নাক না গলাতে বলা হয়েছে: পররাষ্ট্রসচিব

আমাদের বিষয়ে ভারতকে নাক না গলাতে বলা হয়েছে: পররাষ্ট্রসচিব