, শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫ , ২৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ


ঘোড়াঘাটে জব্দকৃত চাল উদ্ধারের ঘটনায় মামলা

  • আপলোড সময় : ২০-০৯-২০২৩ ১০:৩৬:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৩ ১০:৩৬:০৫ পূর্বাহ্ন
ঘোড়াঘাটে জব্দকৃত চাল উদ্ধারের ঘটনায় মামলা
আরিফুল ইসলাম জিমন, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারের বরাদ্দকৃত ভিডব্লিউবি কর্মসূচির ৯৫ বস্তা জব্দকৃত চাল উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা ইউনুস আলী বাদী হয়ে অভিযুক্ত মঞ্জুরুল ইসলাম ওরফে মঞ্জু মিয়া সহ অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

এর আগে রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান ও ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ অভিযান পরিচালনা করে উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের সৌলা দামোদরপুর এলাকার মঞ্জুরুল ইসলাম মঞ্জু মিয়ার বাড়ি থেকে ভিডব্লিউবি কর্মসূচি'র ৯৫ বস্তা (২ হাজার ৮৫০ কেজি) চাল জব্দ করেন যা এখন পর্যন্ত থানা হেফাজতে রয়েছে।

মামলার বিষয়ে ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানান, জব্দকৃত চাল উদ্ধারের ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এজাহার নামীয় আসামীসহ জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
সর্বশেষ সংবাদ
আগামীকাল ঢাকায় আজহারীর মাহফিল, বিশাল প্রস্তুতি

আগামীকাল ঢাকায় আজহারীর মাহফিল, বিশাল প্রস্তুতি