, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের তিন দায়িত্বে পরিবর্তন 

  • আপলোড সময় : ২০-০৯-২০২৩ ১০:৩৩:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৩ ১০:৩৩:৫৬ পূর্বাহ্ন
নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের তিন দায়িত্বে পরিবর্তন 
এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক তিন পদে বিশ্ববিদ্যালয়ের ভিন্ন তিন বিভাগের তিন শিক্ষককে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরমধ্যে বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট হিসেবে চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক মাসুম হাওলাদার, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীহলের প্রভোস্ট হিসেবে নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক নুসরাত শারমিন তানিয়া এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক হিসেবে ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক মেহেদী উল্লাহকে নিয়োগ দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই তিন শিক্ষক এসব পদে দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী ভাতাদি ও সুযোগ সুবিধাপ্রাপ্ত হবেন।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট হিসেবে যথাক্রমে মাসুম হাওলাদার এবং নুসরাত শারমিন তানিয়াকে একই দায়িত্বে পুনর্বহাল করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক হিসেবে মেহেদী উল্লাহকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে চারুকলা অনুষদের ডীন অধ্যাপক ড. তপন কুমার সরকার এই দায়িত্ব পালন করছিলেন। 
সর্বশেষ সংবাদ
চাকরিপ্রত্যাশীদের ১ বছর রাষ্ট্র থেকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে:আমীর খসরু

চাকরিপ্রত্যাশীদের ১ বছর রাষ্ট্র থেকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে:আমীর খসরু