, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪ , ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকেই হলুদ কার্ড পেলেন নেইমার

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৩ ১১:৫৮:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৩ ১১:৫৮:১৪ পূর্বাহ্ন
এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকেই হলুদ কার্ড পেলেন নেইমার
এবার লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর পর বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা নেইমার জুনিয়র। তবে ইউরোপ ছেড়ে ব্রাজিলিয়ান এ তারকা পাড়ি জমিয়েছেন সৌদি আরবে, যোগ দিয়েছেন আল হিলালে। এ কারণেই ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আর দেখা যাবে না সেলেসাও স্ট্রাইকারকে। তিনি এখন খেলবেন এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে। এ টুর্নামেন্টে গতকাল অভিষেকও হয়েছে তার।

কিন্তু প্রতিযোগিতায় নিজের প্রথম ম্যাচেই বিবর্ণ ছিলেন নেইমার, পারেননি দলকে জেতাতে। গতকাল এএফসি চ্যাম্পিয়ন্স লিগে মৌসুমের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল আল হিলাল, প্রতিপক্ষ ছিল উজবেকিস্তানের ক্লাব নাভবাহোর নামানগান। এ ম্যাচে নেইমার খেলবেন কিনা তা নিয়েও ছিল সংশয়। কেননা চোট সাথী করেই সৌদি ক্লাবটিতে যোগ দেয়া নেইমার আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিলের হয়ে মাঠে নামলেও ছিলেন না শতভাগ ফিট।

তবে শেষ পর্যন্ত এশিয়ার এই চ্যাম্পিয়ন্স লিগে গতকালই অভিষেক হয় ব্রাজিলিয়ান তারকার। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে কালকের ম্যাচটি ছিল এ প্রতিযোগীতায় আল হিলালেরও প্রথম ম্যাচ। তবে নিজের এবং ক্লাবের প্রথম ম্যাচে আলো ছড়াতে পারেননি নেইমার। পায়ের জাদুতে জয়ী করতে পারেননি দলকে। গতকালের ম্যাচে আধিপত্য বজায় রেখেই খেলেছে নেইমারের ক্লাব।

ম্যাচের ১৯ মিনিটেই গোল করার একটি সুযোগও পেয়েছিলেন নেইমার। তবে ডান পায়ের নেয়া শটে লক্ষ্যভেদ করতে পারেননি তিনি। এদিকে কাল ম্যাচের ৭৬ শতাংশ সময়েই বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল আল হিলাল। তবুও ম্যাচে প্রথম গোলের দেখা পায় নাভবাহোরই। ৫২ মিনিটের মাথায় লক্ষ্যভেদ করে তারা। এদিকে গোল হজম করার পর সমতায় ফেরার লক্ষ্যে মরিয়া হয়ে খেলতে থাকে আল হিলাল।

কিন্তু উল্টো প্রতিপক্ষ ফুটবলারকে ধাক্কা দিয়ে হলুদ কার্ড দেখেন নেইমার। এর কিছুক্ষণ পর গোল করার লক্ষ্যে দারুণ এক হেডও করেছিলেন তিনি। তবে তা সফল ভাবেই প্রতিহত করেন নাভবাহোরের গোলরক্কখক। তবে নেইমার আলো ছড়াতে না পারলেও শেষ পর্যন্ত পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়নি তার দলকে। আল হিলালের ডিফেন্ডার ম্যাচের ১০০ তম মিনিটে গোলে সমতা সূচক গোলটি করেন। ফলে শেষ পর্যন্ত নিজেদের প্রথম ম্যাচে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারে সৌদি ক্লাবটি।
সর্বশেষ সংবাদ
আগামী তিন দিন ভারী বর্ষণের পূর্বাভাস

আগামী তিন দিন ভারী বর্ষণের পূর্বাভাস