, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ , ২৭ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ


ঘুষ নিয়ে দুই পুলিশের তুমুল মারামারি, থামালেন পথচারীরা

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৩ ১১:৩৯:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৩ ১১:৩৯:০৯ পূর্বাহ্ন
ঘুষ নিয়ে দুই পুলিশের তুমুল মারামারি, থামালেন পথচারীরা
এবার পুলিশের এক সদস্যের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করেন আরেক সদস্য। এ নিয়ে তাঁদের দুই সহকর্মীর মধ্যে শুরু হয় কথা কাটাকাটি, একপর্যায়ে গড়ায় হাতাহাতিতে। রাস্তার মধ্যে এমন ঘটনা দেখে অবাক পথচারীরা। এরইমধ্যে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও।
 
এদিকে এনডিটিভি জানায়, ঘটনাটি ভারতের বিহারের নালন্দার। ভাইরাল ভিডিওতে দুই পুলিশ কনস্টেবলকে মারামারি করতে দেখা যায়। জনসম্মুখেই একজন কনস্টেবল তাঁর অন্য সহকর্মীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করেন। প্রথমজন সরে যাওয়ার চেষ্টা করলে অন্যজন তাঁকে হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করেন। এরপর দুজন মারামারি শুরু করেন। 

এ সময় কয়েকজন পথচারী দুই পুলিশ সদস্যকে সতর্ক করে মারামারি বন্ধ করতে বলেন। তবে তাদের কথা না শুনে মারামারি চালিয়ে যান ওই দুই কনস্টেবল। পরে স্থানীয়দের হস্তক্ষেপে তাঁদের শান্ত করা হয়। এরইমধ্যে অনেকে ঘটনাটি মোবাইল ফোনে রেকর্ড করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।

ভাইরাল হয়েছে সেই ভিডিও। দুই পুলিশের মারামারির এ ঘটনা এক্সে (টুইটার) ছড়িয়ে পড়ার পর সেখানে বিভিন্ন প্রতিক্রিয়া দেখিয়েছেন ব্যবহারকারীরা। অনেকে লিখেছেন, এটি খুব বাজে উদাহরণ হয়ে থাকবে। আবার অনেকে লিখেছেন, রাগ নিয়ন্ত্রণের প্রশিক্ষণ দেওয়া উচিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। 

এদিকে বিষয়টি আমলে নিয়ে নালন্দা পুলিশ জানিয়েছে, দুই কনস্টেবলকেই পুলিশ কেন্দ্রে ফেরত পাঠানো হয়েছে। এ ছাড়া ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও আভাস মিলেছে।
সর্বশেষ সংবাদ
গণ-অভ্যুত্থানে শহীদদের স্মৃতি রক্ষার্থে ফাউন্ডেশন করা হয়েছে: প্রধান উপদেষ্টা

গণ-অভ্যুত্থানে শহীদদের স্মৃতি রক্ষার্থে ফাউন্ডেশন করা হয়েছে: প্রধান উপদেষ্টা