এবার এশিয়া কাপ জিতেই আবারও মাঠে নেমে যেতে হচ্ছে ভারতকে, দুদণ্ড ফুরসতই পাচ্ছে না দলটা! বিশ্বকাপের আগে আরেকটি সিরিজ খেলতে নামবে ভারত, এ খবর পুরোনো। আগামী ২২ থেকে ২৭ তারিখ পর্যন্ত হতে যাওয়া তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ২২ তারিখে প্রথম ম্যাচ হবে মোহালিতে, দ্বিতীয় ওয়ানডে ইন্দোরে ও তৃতীয়টি রাজকোটে।
দিনরাতের ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়। এর মধ্যেই সিরিজের জন্য দল ঘোষণা করে দিয়েছে দুই দলই। ভারত অবশ্য স্কোয়াড ঘোষণা করেছে দুই ধাপে। প্রথম দুই ওয়ানডের জন্য এক এক স্কোয়াড, শেষটার জন্য আরেক। প্রথম দুই ম্যাচেই যেমন, বিরাট কোহলি আর রোহিত শর্মাকে বিশ্রামে রাখা হয়েছে। আর এটা নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে খেপেছেন ভারত-ভক্তরা।
বিশেষ করে কোহলির না থাকা নিয়েই যত আক্রোশ তাদের। কয়েকদিন আগেই এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে অসাধারণ এক সেঞ্চুরি করে ফর্মে থাকার ইঙ্গিত দিয়েছেন। ওয়ানডেতে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বিরাট কোহলি। সেটাও করেছেন মাত্র ২৬৭ ইনিংসে। ওয়ানডেতে ১৩ হাজার রান যারা করেছেন, কেউই এত তাড়াতাড়ি এই রেকর্ড করতে পারেননি।
সেদিন নিজের ৪৭তম ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়েছেন কোহলি। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৭৭টি সেঞ্চুরি হয়ে গিয়েছে তাঁর। যে গতিতে এগোচ্ছেন, শচীন টেন্ডুলকারের ১০০ সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করতে হয়তো বেশিদিন লাগবে না তাঁর। এমন অবস্থায় কোহলিকে না খেলতে দেওয়ার অর্থ, তাঁকে সেই রেকর্ড ছোঁয়া থেকে আরও কিছু সময় বঞ্চিত রাখা। অন্তত কোহলিভক্তদের চিন্তাভাবনা এমনই।
বিসিসিআইকে ধুয়ে দিচ্ছেন তাঁরা, আর এর পেছনে শচীনের শহর মুম্বাইয়ের খেলোয়াড়-নির্বাচকদের যোগসাজশ দেখছেন তাঁরা, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে কোহলিকে বিশ্রামে রাখা হয়েছে। রাহুল দ্রাবিড় আর (বোর্ডে) মুম্বাইয়ের লোকজন শচীনের রেকর্ড বাঁচাতে চাইছে।’
আরেকজনের কাছে এটা স্রেফ রাজনীতি ছাড়া কিছুই মনে হচ্ছে না, ‘নোংরা রাজনীতি। বিরাট কোহলির ভক্ত হওয়া সহজ কিছু নয়।’ যদিও কোহলি ও রোহিত, দুজনই ডাক পেয়েছেন তৃতীয় ওয়ানডেতে। সিরিজে বহুদিন পর ডাক পেয়েছেন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
প্রথম দুই ওয়ানডের জন্য ভারত দল : লোকেশ রাহুল (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা (সহ-অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, ইশান কিষাণ, শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, যশপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ
তৃতীয় ওয়ানডের জন্য ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, ইশান কিষাণ, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কূলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিন, যশপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ
অস্ট্রেলিয়া দল : প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, মারনাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, শন অ্যাবট, অ্যালেক্স ক্যারি, অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, জশ ইংলিস, স্পেনসার জনসন, তানভীর সাঙ্ঘা, ম্যাট শর্ট