, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ , ২৭ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ


ওর একটা ভুল হয়েছে: তানজিম সাকিবের পোস্ট নিয়ে বিসিবি

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৩ ০৯:৩৬:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৩ ০৯:৩৭:৩২ পূর্বাহ্ন
ওর একটা ভুল হয়েছে: তানজিম সাকিবের পোস্ট নিয়ে বিসিবি
এবার এশিয়া কাপের এবারের আসরে বাংলাদেশের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে খেলায় বল হাতে আলো ছড়িয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। সে ম্যাচে ৮ বলে ১৪ রান করার পাশপাশি বল হাতে শুরুতেই রোহিত শর্মার উইকেট তুলে নেন তিনি। এরপর পেয়েছিলেন আরও এক উইকেট। নিজের আন্তর্জাতিক অভিষেকের পর থেকেই বেশ আলোচনায় আছেন সাকিব।

তবে মাঠের পারফর্ম্যান্সের চেয়ে তাকে নিয়ে বেশি কথা হচ্ছে তরুণ এই টাইগার পেসারের ফেসবুক স্ট্যাটাস নিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকদিন ধরেই ঘুরে বেড়াচ্ছে কয়েক বছর আগে দেয়া সাকিবের বেশ কয়েকটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট। ২০ বছর বয়সী তরুণ এ পেসারের পোস্ট নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। নিজের মত প্রকাশ করতে গিয়ে টাইগার বোলার নারীদের হেয় করেছেন বলেও জানিয়েছেন অনেকেই।

এদিকে গত বছর দেয়া একটি পোস্টে সাকিব লিখেছিলেন, ‘স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয়, স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয়।’

সে পোস্টে তিনি আরও বলেন, ‘অতএব মা-বোনেরা নিজের আত্মমর্যাদা রক্ষার্থে স্বামীর আনুগত্য ও বাসায় অবস্থান করে রানির হালাতে অবস্থান করুন। অতএব মা-বোনেরা দুনিয়া কামাতে যেয়ে আখেরাত না হারিয়ে ঘরে অবস্থান করে স্বামী-সন্তানের খেদমত করে দুনিয়া ও আখেরাত দুটিই কামাই করতে পারবেন ইনশা আল্লাহ।’

এছাড়াও, আরও একটি পোস্টে সাকিব বলেন, ‘ভার্সিটির ফ্রি মিক্সিং আড্ডায় অভ্যস্ত মেয়েকে বিয়ে করলে আর যাই হোক, নিজের সন্তানের জন্য একজন লজ্জাশীলা মা দিতে পারবেন না।’ তরুণ পেসারের এমন কথার প্রতিবাদ জানিয়েছেন অনেকেই। এমনকি তাঁর বিরুদ্ধে বিসিবিকে ব্যবস্থা নেয়ারও আহ্বান  জানানো হয়েছে।

এদিকে সাকিবের এই বিতর্কিত বিষয় নিয়ে কি ভাবছে বিসিবি তা জানতে চাওয়া হলে সংস্থাটির অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনূস বলেন, ‘আমরা এ বিষয়টা নিয়ে এখনই কিছু বলতে চাচ্ছি না। আমরা ওর সঙ্গে কথা বলছি। কথা বলে নিই, তারপর জানাব। ওর একটা ভুল হয়েছে, আমরা সেই বিষয়টা ওর কাছ থেকেই জানতে চাচ্ছি।’
সর্বশেষ সংবাদ
গণ-অভ্যুত্থানে শহীদদের স্মৃতি রক্ষার্থে ফাউন্ডেশন করা হয়েছে: প্রধান উপদেষ্টা

গণ-অভ্যুত্থানে শহীদদের স্মৃতি রক্ষার্থে ফাউন্ডেশন করা হয়েছে: প্রধান উপদেষ্টা