, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ , ২৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ


ভোট পেলে পাব না পেলে নাই, কিন্তু নির্বাচন করবোই : ডিপজল

  • আপলোড সময় : ১০-০৫-২০২৩ ০৮:২৭:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৩ ০৮:২৭:৪৫ অপরাহ্ন
ভোট পেলে পাব না পেলে নাই, কিন্তু নির্বাচন করবোই : ডিপজল



আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করবেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে আলোচনাকালে এসব কথা বলেন ডিপজল। তিনি জানান, নির্বাচিত সদস্যদের শিল্পী সমিতি থেকে বাদ দেয়া নিয়ে যা হয়েছে তা কেলেঙ্কারীর মতো। বিশেষ করে সহ-সভাপতি রুবেল ও কার্যনির্বাহী সদস্য সুচরিতাকে নোটিশ দিয়ে সমিতি থেকে সরানো একদমই উচিত হয়নি।

তিনি বলেন, আমি সাধারণ শিল্পীদের জন্য কী করি, সেসব বলার মতো না। তা সাধারণ শিল্পীরাই ভালো করে জানেন। নির্বাচনে ভোট পেলে পাব, না পেলে নাই। তবে এটা নিশ্চিত আমি সভাপতি পদে নির্বাচন করব।

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে একটি প্যানেলে সভাপতি এবং সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দুটি পদ থাকে। সভাপতি পদে ডিপজল নির্বাচন করলে তার সঙ্গে সাধারণ সম্পাদক প্রয়োজন। এক্ষেত্রে পদটিতে কে অংশ নেবেন, সেটিও ঠিক করেছেন বলে জানান ডিপজল। কিন্তু সেই প্রার্থী কে, তা জানালেন না এ খল-অভিনেতা।

এ ব্যাপারে তিনি বলেন, সাধারণ সম্পাদক পদে কাকে রাখব তা ঠিক করেছি। তবে এত আগে সেই নামটি জানাতে চাই না। আগামী নির্বাচনের জন্য সবকিছু গুছিয়ে নামতে যাচ্ছি আমি।
সর্বশেষ সংবাদ
মাধ্যমিকে যুক্ত হচ্ছে আরবি, বাতিল হচ্ছে ৪ লেখকের গল্প প্রবন্ধ

মাধ্যমিকে যুক্ত হচ্ছে আরবি, বাতিল হচ্ছে ৪ লেখকের গল্প প্রবন্ধ