, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


হেড কোচ হলেন সুজন

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৩ ০৪:৪৩:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৩ ০৪:৪৩:৫৯ অপরাহ্ন
হেড কোচ হলেন সুজন
আসন্ন বিপিএলে আগামী দুই মৌসুমের জন্য নতুন মালিকানায় দেখা যাবে ঢাকা ফ্র্যাঞ্চাইজিকে। গত আসরে নতুন মালিকানায় ঢাকা ডমিনেটর্স নামে ঢাকা ফ্র্যাঞ্চাইজি আত্মপ্রকাশ করেছিল। এবার সেটি পরিবর্তন হয়ে ‘দুর্দান্ত ঢাকা’ হিসেবে দেখা যাবে। আর এই দুর্দান্ত ঢাকার প্রধান কোচ হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার এবং কোচ খালেদ মাহমুদ সুজন।
 
এদিকে ড্রাফটের বাইরেও বিদেশি ক্রিকেটারদের সরাসরি চুক্তির মাধ্যমে দলে ভেড়ানোর সুযোগ রয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো দল গোছাচ্ছে। গত শনিবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে বিপিএলের আগামী আসরে ড্রাফট অনুষ্ঠিত হবে ২৪ সেপ্টেম্বর। যদিও সবচেয়ে বড় খবর আগামী আসর শুরুর আগে বদলে গেছে ঢাকার ফ্র্যাঞ্চাইজি।

বিপিএলের গত আসরে রুপা ফেব্রিক্সের মালিকানায় অংশ নিয়েছিল ঢাকা ডমিনেটর্স। এবারের আসর দুর্দান্ত ঢাকা নামের নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত হয়েছে। যদিও ছয়টি দল রয়েছে আগের মতোই। আর দুর্দান্ত ঢাকার প্রধান কোচ করা হয়েছে খালেদ মাহমুদ সুজনকে। গতকাল (১৭ সেপ্টেম্বর) ফেসবুকে সুজনের প্রধান কোচ হওয়ার বিষয়টি নিশ্চিত করে দুর্দান্ত ঢাকা।  
 
এদিকে সুজনকে বিশ্বকাপে বাংলাদেশ দলের টিম ডিরেক্টরও করা হয়েছে। এর আগেই বাংলাদেশ দলের টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন সুজন। রাসেল ডমিঙ্গো কোচ থাকাকালীন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর ছিলেন খালেদ মাহমুদ সুজন।
এখনই নিষিদ্ধ নয়, তবে রাজনীতি করার অধিকার হারিয়েছে আ.লীগ: নাহিদ

এখনই নিষিদ্ধ নয়, তবে রাজনীতি করার অধিকার হারিয়েছে আ.লীগ: নাহিদ