, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


‘যারা দেশের উন্নয়ন দেখছেন না, তারা চোখের চিকিৎসা করান’

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৩ ১০:৩০:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৩ ১০:৩০:০৪ পূর্বাহ্ন
‘যারা দেশের উন্নয়ন দেখছেন না, তারা চোখের চিকিৎসা করান’
এখন চারিদিকে তাকিয়ে দেখেন ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের আলামত চলছে। পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটর এক্সপ্রেস, বঙ্গবন্ধু স্যাটেলাইট, এটোমিক পাওয়ার প্ল্যান্ট এসবই ২০৪১ সালের উন্নত বাংলাদেশের আলামত। যারা এসব উন্নয়ন দেখছেন না, তারা চোখের চিকিৎসা করান। বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনার কাছেই নিরাপদ বাংলাদেশ।

এসব কথা বলেছেন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। গতকাল রবিবার ১৭ সেপ্টেম্বর কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদ আয়োজিত ‘জাতীয় স্থানীয় সরকার দিবস’ উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
এদিকে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বাহার আরও বলেন, স্থানীয় সরকার বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ উন্নয়নসহ সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সাধারণ জনগণের পাশে গিয়ে কাজ করে থাকে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হয় এবং জনগণকে কাঙ্ক্ষিত সেবা প্রদান করেন। সিটি করপোরেশন থেকে শুরু করে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যন্ত পাঁচ স্তরের স্থানীয় সরকার ব্যবস্থা রয়েছে। যেখানে এসব জনপ্রতিনিধিদের সম্পর্ক যত ভালো উন্নয়নও তত ভালো হয়েছে।
 
‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন করছে কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদ। এ উপলক্ষে আলোচনা সভা, ভ্যানগাড়ি ও বীজ-চারা গাছ বিতরণের মধ্য দিয়ে তিন দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস